কম্বোডিয়ায় যেভাবে প্লাস্টিক রিসাইকেল করে রূপান্তর করা হচ্ছে ঝাড়ুতে!
কম্বোডিয়ার রাজধানী নম পেনের একটি ছোট গুদামে একদল শ্রমিক প্লাস্টিকে বোতলকে পুনর্ব্যবহার করে ঝাড়ুর শলায় রূপান্তরিত করছেন। দৈনিক তারা কয়েক টন প্লাস্টিক বর্জ্য থেকে ৫০০টির মত ঝাড়ু তৈরি করছেন।
গত ১১ মাস ধরে তারা প্রায় ৪০ টন ফেলে দেওয়া প্লাস্টিকের বোতলকে ঝাড়ুতে রুপান্তর করেছেন। প্রতিদিন গড়ে প্রায় ৫ হাজার প্লাস্টিক বোতলকে তারা ঝাড়ুতে রূপান্তরিত করেছেন যেগুলো নিয়মিত ঝাড়ুর চেয়ে অনেক বেশি শক্তিশালী।
ঝাড়ুগুলো ১০ হাজার রিয়েল (২.৫০ মার্কিন ডলার) থেকে শুরু করে ১৫ হাজার রিয়েলে (৩.৭৫ মার্কিন ডলার) বিক্রি হচ্ছে।
খালি বোতল থেকে প্লাস্টিকের স্ট্রিপগুলো একটি মেশিনের মাধ্যমে বান্ডিল আকারে সংগ্রহ করা হয়। গরম পানিতে স্ট্রিপগুলো নরম করে সমানভাবে কাটার পর বাঁশের লাঠির প্রান্তে ধাতব তার দিয়ে সেলাই করা হয়।
৪১ বছর বয়সী কম্বোডিয়ান উদ্যোক্তা হ্যাস কেয়া তাঁর সম্প্রদায়ের লোকদের প্লাস্টিক দূষণ কমাতে এই উদ্যোগ নিয়েছেন।
তিনি এমন একটি শহরে এই উদ্যোগ নিয়েছেন যেখানে পরিবেশ বিভাগের তথ্য অনুসারে, প্রতিদিন ৩৮ হাজার টন পর্যন্ত বর্জ্য তৈরি হয়।
এর প্রায় এক পঞ্চমাংশ এক বার ব্যবহারযোগ্য প্লাস্টিক যা মাটিতে এবং পানিতে জমা হয়।
নিজের মন্দিরের জন্য গত মাসে ৮০টি ঝাড়ু কেনা ২৬ বছর বয়সী বৌদ্ধ ভিক্ষু সুন কোসাল বলেন, "এই ঝাড়ুগুলো বেশ শক্ত এবং সহজে ভেঙে যায় না।"
হ্যাস কেয়া আবর্জনা সংগ্রহকারীদের কাছ থেকে এবং আবর্জনার ডিপো থেকে খালি প্লাস্টিকের বোতল ক্রয় করেন৷ প্লাস্টিকের প্রচুর সহজলভ্যতার জন্য তিনি আপাতত তাঁর ব্যবসার প্রধান কাঁচামালের সরবরাহ নিয়ে চিন্তিত নন।
তিনি বাজারে নতুন প্রতিদ্বন্দিদের ব্যাপারেও কোন নেতিবাচক প্রতিক্রিয়া দেখাচ্ছেন না।
তিনি বলেন, "এটি পরিবেশের দূষণ কমাতে সাহায্য করে। আমাদের কাছে উচ্চ মূল্যে বিক্রি করার আশায় প্লাস্টিকের বোতল সংগ্রহ করতে মানুষকে উৎসাহিত করে। ফলে তারা আরও ভাল জীবনযাপন করতে পারে।"