রাশিয়ার ঐতিহ্য ভেঙে বড়দিনের নতুন তারিখ বেছে নিল ইউক্রেন
বিশ্বের বেশিরভাগ দেশে প্রতিবছর ২৫ ডিসম্বের ক্রিসমাস বা বড়দিন পালিত হলেও রাশিয়া, জর্জিয়া, আর্মেনিয়া, ইউক্রেন ও সার্বিয়ার মতো কয়েকটি দেশে দিনটি পালন করা হয় ৭ জানুয়ারি। তবে শতবছরের ঐতিহ্য ভেঙে ইউক্রেন এ বছর ২৫ ডিসেম্বর দিনটি পালন করবে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে বড়দিনের নতুন তারিখ বেছে নেওয়াকে রাশিয়া থেকে ইউক্রেনের প্রতীকীভাবে সরে আসা হিসেবেই মনে করা হচ্ছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার খবরে বলা হয়েছে, এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো ইউক্রেন আজ সোমবার জর্জিয় ক্যালেন্ডার অনুযায়ী বিশ্বের অন্যান্য খ্রিস্টান দেশগুলোর সাথে দিনটি উদযাপন করবে।
ইউক্রেনের সরকার গত জুলাই মাসে বড়দিন উদযাপনের তারিখ পরিবর্তন করে আইন পাশ করে। সে সময় এটিকে রাশিয়া এবং রাশিয়ান অর্থোডক্স চার্চের প্রতি অপমান হিসেবে দেখা হয়।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি স্বাক্ষরিত আইনে বলা হয়, ইউক্রেনীয়রা 'তাদের নিজস্ব ঐতিহ্য ও ছুটির সাথে জীবনযাপন করতে চায়।'
ইউক্রেনের বেশিরভাগ মানুষ খ্রিস্টান ধর্মের অনুসারী। ঐতিহাসিকভাবে ইউক্রেনীয়দের ধর্মীয় জীবনে রাশিয়ান অর্থোডক্স চার্চের এক ধরনের আধিপত্য রয়েছে।
গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন শুরু হওয়ার পর থেকে রাশিয়া ও সোভিয়েত সাম্রাজ্যের যেকোনো ধরনের চিহ্ন যেমন সড়কের নাম ও স্মৃতিস্তম্ভ অপসারণসহ আরো কিছু পদক্ষেপ নেয় ইউক্রেন। রাশিয়ার সাথে একই তারিখে বড়দিন উদযাপন থেকে সরে আসা এসব পদক্ষেপেরই একটি অংশ।
ইউক্রেনের অর্থডক্স চার্চও ৭ জানুয়ারির পরিবর্তে ২৫ ডিসেম্বর বড়দিন পালন করবে। ২০১৪ সালে রাশিয়া ইউক্রেনীয় ভূখণ্ড ক্রিমিয়া দখল করলে রাশিয়ান অর্থডক্স চার্চ থেকে বিচ্ছিন্ন হয়ে ইউক্রেনের এই অর্থডক্স চার্চ গঠিত হয়।