পাল থেকে হারিয়ে গিয়েছিল বাচ্চা হাতি! মায়ের কাছে ফিরিয়ে দিলেন বন কর্মকর্তারা
মা ও পাল থেকে আলাদা হয়ে বিপদে পড়েছিল হাতির একটি বাচ্চা। বিষয়টি নজরে আসলে পার্ক কর্মকর্তাদের সহযোগিতায় বাচ্চাটিকে ফিরিয়ে দেওয়া হয় মায়ের কোলে। এমনই এক ঘটনা ঘটেছে ভারতের তামিলনাড়ুতে।
পরবর্তীতে কর্মকর্তাদের তোলা ড্রোন ছবিতে দেখা যায় যে, মা ও বাচ্চা হাতিটি তিনদিন পর একত্রিত হতে পেরেছে। বাচ্চাটি মায়ের বুকের কোণে সামান্য ঝুঁকে ঘুমাচ্ছে।
বাচ্চা হাতিটির বয়স প্রায় চার থেকে পাঁচ মাস। এটি গত ২৯ ডিসেম্বর পোল্লাচির আনামালাই টাইগার রিজার্ভ অঞ্চলে পাল থেকে আলাদা হয়ে পড়ে। এক্ষেত্রে বন্যপ্রাণী রক্ষার দায়িত্বে থাকা কর্মকর্তারা লক্ষ্য করেন যে, হাতির বাচ্চাটি চারপাশে নিজের মা-কে হন্য হয়ে খুঁজছে।
সাধারণত একটি বাচ্চা হারিয়ে গেলে হাতির পুরো পাল সামনে এগিয়ে যায় না। তবে এক্ষেত্রে বাচ্চা হাতিটির মা ও পাল উভয়েই প্রায় আড়াই মাইল দূরে চলে গিয়েছিল।
এ সম্পর্কে ওয়াইল্ডলাইফ এসওএস-এর প্রধান নির্বাহী কার্তিক সত্যনারায়ণ বলেন, "এমন পরিস্থিতিতে বেশিরভাগ ক্ষেত্রেই পালটি সামনে এগিয়ে যায়। এক্ষেত্রে একটি ছোট দল হারিয়ে যাওয়া বাচ্চাটিকে খুঁজে বের করার জন্য চারপাশে ঘুরতে থাকে। কিন্তু কখনও কখনও পশুপাল কিংবা মানুষের সাথে বিরোধের সম্ভাবনা থাকলে নিরাপত্তার জন্য তারা দূরে সরে যায়। মা-কে তখন পালের ভালো আর শিশুর ভালোর মধ্যে একটিকে বেছে নিতে হয়।"
হাতির বাচ্চাটিকে উদ্ধারের একদিন পরে পালটিকে ড্রোন ব্যবহার করে সনাক্ত করা হয়। এক্ষেত্রে বাচ্চাটিকে ট্রাকে করে হাতির পালের কাছে নিয়ে যাওয়ার আগে বন কর্মকর্তারা গোসল করান এবং মানুষের গন্ধ কমাতে দেহে কাদা ছড়িয়ে দেন।
সত্যনারায়ণ বলেন, "এতে করে মা ও পালের অন্যান্যরা বাচ্চাটিকে সাদরে গ্রহণ করবে। এছাড়াও তারা মানুষের কথা ভেবে উদ্বিগ্ন হবে না।"
পার্কের কর্মকর্তাদের আরও কয়েকদিন মা ও বাচ্চা হাতিটিকে পর্যবেক্ষণে রাখার নির্দেশ দিয়েছে বন কর্তৃপক্ষ। সেক্ষেত্রে এক পর্যবেক্ষণে দেখা যায়, মা ও বাচ্চা উভয়ই চুপচাপ বিশ্রাম নিচ্ছে।