ইউক্রেনীয় যুদ্ধবন্দি নিয়ে বিধ্বস্ত রুশ বিমান, ৭৪ যাত্রীর সবাই নিহত
রাশিয়ার বেলগোরদ অঞ্চলে দেশটির সামরিক বাহিনীর একটি পরিবহন বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে ৬৫ জন ইউক্রেনীয় যুদ্ধবন্দি ছিলেন। মোট যাত্রী ছিলেন ৭৪ জন। খবর বিবিসির।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইলিউশিন-৭৬ বিমানটিতে এসময় ছয় জন ক্রু ও বন্দিদের জন্য তিনজন এটেনডেন্ট ছিলেন।
রুশ কর্তৃপক্ষের বরাত দিয়ে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, বিমানে থাকা ৭৪ যাত্রীর সবাই নিহত হয়েছেন।
বেলগোরদের গভর্নর ভিয়াচস্লাভ গ্ল্যাডকভ অবশ্য তার টেলিগ্রাম চ্যানেলে জানান, কোরোনচস্কি জেলায় একটি দুর্ঘটনা ঘটেছে। তবে সেবিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।
স্থানীয় একটি টেলিভিশন চ্যানেল ব্লেতগোরদের প্রচারিত একটি ফুটেজে দেখা যায়, বিমানটি উচ্চতা হারিয়ে দ্রুত নিচে নেমে আসে, এবং একপর্যায়ে মাটিতে আছড়ে পড়ে বিস্ফোরিত হয়। এসময় আগুনের বিশাল কুণ্ডলী তৈরি হয়।
স্থানীয় বাসিন্দাদের তোলা একটি ভিডিও সামাজিক মাধ্যম থেকে পেয়েছে বিবিসি। সেখানে বিমানটি বিধ্বস্ত হওয়ার পরে আগুনের কুণ্ডলী উঠতে দেখা গেছে। ফুটেজের সত্যতা সম্পর্কে নিশ্চিত হয়েছে বিবিসি, তবে বিমানটি মাটিতে আছড়ে পড়ার কোনো কারণ এখনও জানতে পারেনি।