পাকিস্তানে নির্বাচন: ৩ দিনের মধ্যে পছন্দের দলকে সমর্থন দিতে পারেন জয়ী স্বতন্ত্র প্রার্থীরা
পাকিস্তানে নির্বাচনে জয়ের ৭২ ঘণ্টার মধ্যে কোনো স্বতন্ত্র প্রার্থী যেকোনো দলকে সমর্থন জানাতে পারেন। দেশটির রাজনীতিতে এ চর্চা বেশ পরিচিত। বিজয়ী স্বতন্ত্র প্রার্থীদের সমর্থন আদায়ে দলগুলোর মধ্যে চলে প্রতিযোগিতাও।
পাকিস্তানের জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ শেষ হওয়ার ১২ ঘণ্টা পর ফল ঘোষণা শুরু হয়েছে। এখনো প্রায় ১০৯টি আসনের ভোট গণনা বাকি আছে।
ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর সমর্থকেরা এ নির্বাচনে বাধ্য হয়ে স্বতন্ত্র হিসেবে লড়েছেন। এখন পর্যন্ত ঘোষিত ফল অনুযায়ী, বিরোধী প্রার্থীদের তুলনায় তারা ক্রমশ ব্যবধান বাড়াচ্ছেন।
গ্যালাপ পাকিস্তান নামক পোলিং গ্রুপের নির্বাহী কর্মকর্তা বিলাল ঘানি বলেন, পিটিআই যদি সরকার গঠন করতে নাও পারে, তাও এ ফলাফল এটাই বলছে যে 'রাজনৈতিক কারসাজিরও একটা সীমা আছে'।
'এ ফলই প্রমাণ যে, সেনাবাহিনী সবসময় যা চায় তা পায় না – এটা একটা ভালো দিক,' এএফপিকে বলেন তিনি।