ইন্দোনেশিয়ায় দুই পাইলট ঘুমিয়ে পড়ায় গতিপথ হারাল বিমান
ইন্দোনেশিয়ায় একটি ফ্লাইটে মাঝ আকাশে ঘুমিয়ে পড়ার ঘটনায় স্থানীয় বিমান সংস্থা বাটিক এয়ারের বিরুদ্ধে তদন্তে নেমেছে দেশটির পরিবহণ মন্ত্রণালয়। এছাড়া অভিযুক্ত দুই পাইলটকেই সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (১১ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
গত ২৫ জানুয়ারি ইন্দোনেশিয়ার দক্ষিণপূর্ব সুলাওয়েসি রাজ্যের কেন্দারি থেকে রাজধানী জাকার্তা যাওয়ার পথে বিমানে ঘুমিয়ে পড়েন ওই দুই পাইলট। এসময় এয়ারবাস এ৩২০ বিমানটি গতিপথ থেকে খানিকটা সরে যায়। তবে বিমানের ১৫৩ জন যাত্রী ও ক্রুরা সবাই নিরাপদে অবতরণ করেছেন।
তাদের মধ্যে একজন তার নবজাতক যমজ সন্তানের যত্ন নিতে সহায়তা করতে ক্লান্ত হয়ে পড়েছিলেন বলে জানা গেছে।
অভিযুক্ত পাইলটদের নাম প্রকাশ করা হয়নি।
পরিবহণ মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ৩২ বছর বয়সী প্রধান পাইলট উড্ডয়নের আধা ঘণ্টা পরই তার কো-পাইলটকে বিমানের নিয়ন্ত্রণ নিতে বলেন। তিনি জানান, তার বিশ্রাম দরকার।
২৮ বছর বয়সী ওই কো-পাইলট এই কথায় রাজি হয়েছিলেন। কিন্তু অসাবধানতাবশত তিনিও ঘুমিয়ে পড়েন।
প্রতিবেদনে বলা হয়েছে, তার স্ত্রী সবেমাত্র এক মাস বয়সী যমজ সন্তানের জন্ম দিয়েছেন এবং তিনি সন্তানের যত্নে সহায়তা করেছেন।
জাকার্তার এয়ার ট্র্যাফিক কন্ট্রোল বাটিক এয়ার এ৩২০ বিমানের ককপিটের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পায়নি।
২৮ মিনিট ঘুমানোর পর প্রধান পাইলট জেগে ওঠেন এবং বুঝতে পারেন তার কো-পাইলটও ঘুমিয়ে পড়েছেন।
তিনি আরও দেখেন, বিমানটি তার গতিপথ থেকে খানিকটা সরে গেছে।
এরপর পাইলটরা জাকার্তার এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের আহ্বানে সাড়া দিয়ে বিমানটিকে নিরাপদে অবতরণ করান।
ফ্লাইটের আগে ডাক্তারি পরীক্ষায় মনে করা হয়েছিল, ওই পাইলটেরা উড়ে যাওয়ার জন্য উপযুক্ত। তাদের রক্তচাপ ও হৃৎস্পন্দন স্বাভাবিক ছিল। অ্যালকোহল পরীক্ষার ফলও নেতিবাচক ছিল।
এভিয়েশন বিশেষজ্ঞ অ্যালভিন লাই বিবিসি ইন্দোনেশিয়াকে বলেন, পাইলটরা পুরোপুরি বিশ্রামে আছেন বলে মনে হলেও, তাদের বিশ্রামের মান যথেষ্ট ভালো কিনা তা নির্ণয় করতে ব্যর্থ হয়েছে এই পরীক্ষাগুলো।
ইন্দোনেশিয়ার বিমান পরিবহন বিভাগের প্রধান এম ক্রিস্টি এন্দাহ মুরনি বলেছেন, এই ঘটনার জন্য বাটিক এয়ার কর্তৃপক্ষকে 'কঠোর ভাষায় তিরস্কার' করা হয়েছে।
তিনি বলেন, নিজেদের ক্রুদের পর্যাপ্ত বিশ্রামের বিষয়ে বাটিক এয়ারের আরও মনোযোগী হওয়া দরকার।
বাটিক এয়ার বলেছে, তারা পাইলটদের 'পর্যাপ্ত বিশ্রামের বিষয়টি বিবেচনা করে' এবং 'সুরক্ষা সংক্রান্ত সব ধরনের সুপারিশ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ'।
২০১৯ সালে একই বিমান সংস্থার একটি ফ্লাইটের পাইলট অজ্ঞান হয়ে যাওয়ায় বিমানটি জরুরি অবতরণ করাতে হয়েছিল।