কৃষ্ণসাগরে ব্যর্থতার দায়ে বরখাস্ত হলেন রুশ নৌবাহিনীর প্রধান
কৃষ্ণসাগরে রুশ নৌবহরে ইউক্রেনীয় বাহিনীর বারবার হামলায় ব্যর্থতার দায়ে বরখাস্ত হয়েছেন দেশটির নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নিকোলাই ইয়েভমেনভ। রুশ রাষ্ট্রীয় মিডিয়া গতকাল (মঙ্গলবার) এই তথ্য নিশ্চিত করেছে।
এদিকে নৌবাহিনীর প্রধান হিসেবে অ্যাডমিরাল আলেকজান্ডার মোইসিয়েভকে নিয়োগ দিয়েছে মস্কো। এর আগে ৬১ বছর বয়সি নিকোলাই প্রায় পাঁচ বছর এই পদে দায়িত্ব পালন করেছেন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মোইসিয়েভের জন্ম ১৯৬২ সালে, কলিনিনগ্রাদে। ২৯ বছরেরও বেশি সময় ধরে পারমাণবিক সাবমেরিনে কাজ করেছেন। দেশটির নর্দার্ন ফ্লিটের সাবমেরিন ফোর্সের কমান্ডার হিসেবে যুক্ত ছিলেন।
২০১১ সালে দায়িত্ব পালনকালে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য মোইসিয়েভকে রাশিয়ান ফেডারেশনের 'হিরো' উপাধিতে ভূষিত করা হয়েছিল। এছাড়াও বিভিন্ন সময়ে তিনি বহু পুরস্কার ও পদকে ভূষিত হয়েছেন।
২০২২ সালের ফেব্রুয়ারিতে সংঘাত শুরু হওয়ার পর থেকে দুই ডজনেরও বেশি রাশিয়ার জাহাজ ধ্বংস করেছে বলে দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী। সংখ্যাটা কমবেশি যা-ই হোক, সেটা মস্কোর জন্য একটি বিব্রতকর বিষয় বলে মনে করছেন বিশ্লেষকেরা।
স্থল যুদ্ধে একের পর এক সাফল্য দেখিয়েছে রুশ সৈন্যরা। কিন্তু ইউক্রেনের আক্রমণের মুখে রুশ অধিকৃত ক্রিমিয়ার সেবাস্তোপলের পূর্বে অবস্থিত নৌঘাঁটি থেকে নভোরোসিয়েস্ক বন্দরে তার জাহাজগুলোকে সরিয়ে নিতে বাধ্য হয়েছে মস্কো।
অনুবাদ: মোঃ রাফিজ খান