দুই ধরনের ইনসুলিনের সরবরাহ সাময়িক কমতে পারে; কোম্পানি এলি লিলির সতর্কতা
মার্কিন ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান এলি লিলির দুই ধরনের ইনসুলিন সাময়িকভাবে বাজারে পাওয়া যাবে না। কোম্পানিটি জানায়, 'উৎপাদনে সংক্ষিপ্ত বিলম্ব'-এর কারণে এপ্রিলের শুরুর দিক থেকে এই সমস্যাটি দেখা যাবে।
মূলত এতে করে খুচরা ও পাইকারি পর্যায়ে হিউম্যলগ ও লিসপ্রো ইনসুলিনের ১০ মিলিলিটার ভায়ালের সংকট দেখা যাবে। গত বুধবার অনলাইনে প্রকাশিত এক বিবৃতিতে এলি লিলি এমন তথ্যই জানায়।
কোম্পানিটি জানায়, তারা ১০ মিলিলিটার ভায়েলগুলো তৈরি করতে যাচ্ছে। এক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব সেগুলি বাজারে ছাড়া হবে।
এক্ষেত্রে ইনসুলিনের যথাযথ মূল্য নিয়ে কাজ করা মার্কিন আইনজীবী লরা মার্সটন মনে করেন, রোগীদের জন্য ইনসুলিনের এক ব্র্যান্ড ছেড়ে অন্য ব্র্যান্ড ব্যবহার শুরু করা মোটেই সহজ নয়।
লরা নিজেও হিউম্যালগ ভায়াল ইনসুলিন হিসেবে ব্যবহার করতেন৷ সেক্ষেত্রে তিনি একজন ব্যবহারকারী হিসেবেও বেশ শঙ্কা প্রকাশ করেন।
মার্সটন বলেন, "লিলি যদি চলমান অবস্থার উন্নতি না করে, তবে আমি ঠিক জানিনা যে কী করবো।"
এ সম্পর্কে বিএমও ক্যাপিটাল মার্কেটের স্টক এনালিস্ট ইভান সিজারম্যান জানান, গত তিন মাসে ৬ মিলিয়নের মতো ইনসুলিন লিসপ্রো ইনজেকশন বিক্রি হয়েছে।
তিনি বলেন, "চলমান অবস্থা বেশ সমস্যার সৃষ্টি করতে পারে। এক্ষেত্রে ব্যবহারকারীদের অন্য ধরণের ইনসুলিন পণ্য নিতে হবে।"
এ সম্পর্কে লিলির মুখপাত্র টারসিস লপেজ সিএনএন-কে বলেন, "ইনসুলিন সরবরাহ ও চাহিদার গতিশীল প্রকৃতি ও উৎপাদনে সংক্ষিপ্ত বিলম্বের জন্য সাময়িক সরবরাহের সীমাবদ্ধতা দেখা দিয়েছে।"
লিলির ব্যবসার একটা বড় অংশজুড়ে ইনসুলিন থাকলেও ক্রমান্বয়ে তা কমে আসছে। গত বছর হিউম্যালগ বিক্রি করে কোম্পানিটি ১.৭ বিলিয়ন ডলার আয় করেছে। যা এর আগের বছরের তুলনায় ২০ ভাগ কম।
অন্যদিকে লিলির টাইপ ২ ডায়াবেটিস ও ওজন কমানোর ঔষধ মৌনজারো ও জেপবাউন্ড বিক্রি করে ৫ বিলিয়ন ডলার আয় করেছে। সময়ের সাথে সাথে এর চাহিদা এতই বাড়ছে তা যোগান দিতে হিমশিম খাচ্ছে।
অনুবাদ: মোঃ রাফিজ খান