৬০ বছরের বেশি বয়সি আমেরিকানরা কেন এত সুখী?
বয়স্ক আমেরিকানরা বিশ্বের সবচেয়ে সুখী ব্যক্তিদের মধ্যে অন্যতম। গ্যালাপ ওয়ার্ল্ড পোলের করা বিশ্বব্যাপী সুখী মানুষের তালিকায় ১০ম স্থানে রয়েছেন তারা। দেশটির তরুণরা সুখী মানুষের তালিকায় আরেক দেশ ডোমিনিকান প্রজাতন্ত্রের ঠিক পেছনে ৬২তম স্থানে রয়েছেন৷
৬০ বছর বা তার বেশি বয়সী আমেরিকানরা কম নিঃসঙ্গ বোধ করেন এবং তরুণদের তুলনায় সামাজিকভাবে বেশী সম্পর্ক রক্ষা করেন। তারা আর্থিকভাবেও ভালো অবস্থানে আছেন।
গবেষকরা দীর্ঘদিন ধরে উল্লেখ করে আসছেন, বার্ধক্য নিয়ে যা ধারণা করা হয় তার থেকে এটি অনেক ভালো। ২০০৮ সালের একটি গবেষণা অনুসারে (ব্যাপকভাবে উদ্ধৃত), মানসিক সুস্থতা একটি 'ইউ আকৃতির বক্ররেখা' মেনে সারা জীবন চলতে থাকে।
এই বক্ররেখা সাধারণত যৌবনে উঁচুতে উঠতে শুরু করে, মধ্য বয়সের বিভিন্ন চাপের জন্য নিচে নেমে যায় এবং তারপর ৫৫ বছর বয়সের পরে আবার উপরে উঠতে থাকে।
মার্কিন যুক্তরাষ্ট্রে 'ইউ আকৃতির বক্ররেখা' নিচের দিকে নামছে। মার্কিন তরুণরা মানসিকভাবে ভালো অবস্থায় নেই। তাদের মধ্যে উদ্বেগ, হতাশা এবং আত্মহত্যার হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
যেসব দেশে জীবনযাত্রার মান উন্নত হচ্ছে, বিশেষ করে পূর্ব ও মধ্য ইউরোপের তরুণরা বেশী সুখী। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ উল্টো যেখানে বয়স্করা বেশি সুখী৷
সবচেয়ে বয়স্ক আমেরিকানরা আরও বেশি সামাজিক সমর্থন পাওয়ার কথা জানিয়েছেন এবং তরুণদের তুলনায় কম একাকী বোধ করেছেন যদিও তাদের সামাজিক যোগাযোগ কম ছিল।
ব্লুমবার্গ সম্প্রতি রিপোর্ট করেছে, ৭০ বছরের বেশি বয়সী আমেরিকানরা দেশের মোট সম্পদের ৩০ শতাংশের মালিক (রেকর্ড অনুযায়ী উচ্চ শেয়ারের মালিক) কিন্তু তারা দেশটির মোট জনসংখ্যার মাত্র ১১ শতাংশ।
দেশটিতে ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রায় ৮০ শতাংশ প্রাপ্তবয়স্কদের নিজেদের বাড়ি আছে। এ জন্য তারা সম্প্রতি ঘটে যাওয়া মুদ্রাস্ফীতি থেকে আরো ভালো সুরক্ষিত ছিল।
দেশটির অবসরপ্রাপ্তরাও সামাজিক নিরাপত্তার মাধ্যমে সর্বজনীন মৌলিক আয় থেকে অর্থ পান যা মুদ্রাস্ফীতির সাথে সামঞ্জস্যপূর্ণ।
প্রথমবারের মতো গ্যালাপ বয়স অনুসারে সুখী মানুষের তালিকা করেছে। এই তালিকায় ২০২১ সাল থেকে ২০২৩ সালের সংকটময় সময়কে প্রাধান্য দেওয়া হয়েছে কারণ তখন অনেক মার্কিন তরুণ মহামারির সময়ের বিচ্ছিন্নতা থেকে বেরিয়ে
গ্যালাপের ব্যবস্থাপনা পরিচালক রন-লেভি বলেছেন, "এটি (মহামারি পরবর্তী সংকট) কীভাবে বিবর্তিত হয় তা দেখার জন্য প্রত্যেককে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হবে।"
অনুবাদ: তাসবিবুল গনি নিলয়