গণতন্ত্রে আস্থা নেই বিশ্বের অনেক দেশের ভোটারের, জরিপের ফলাফল
এ বছর বিশ্বের প্রায় অর্ধেকের বেশি মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এ অবস্থায় একাধিক দেশের ভোটারেরা তাদের দেশের গণতন্ত্র এবং রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো নিয়ে আস্থাহীনতায় ভুগছেন। সম্প্রতি এক জরিপে এ তথ্য উঠে এসেছে।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল অ্যাসিসট্যান্স (আইডিয়া) গণতন্ত্র নিয়ে তাদের জরিপের ফলাফল প্রকাশ করেছে।
২০২৪ সালে যুক্তরাষ্ট্র, ভারত, ব্রিটেনসহ ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টে নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে।
দেখা গেছে, জরিপ পরিচালিত ১৯টি দেশের মধ্যে যুক্তরাষ্ট্র ও ভারতসহ ১১টি দেশের অর্ধেকের কম মানুষ মনে করেন তাদের দেশের সর্বশেষ নির্বাচন স্বাধীন ও নিরপেক্ষ হয়েছিল।
জরিপে দেখা গেছে, কেবল ডেনমার্কের ভোটারের মনে করেন, আদালত 'সবসময়' বা 'প্রায়ই' ন্যায়বিচার নিশ্চিত করেন। অন্যদিকে ৮টি দেশের মানুষদের বেশিরভাগ 'পার্লামেন্ট বা নির্বাচন নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই এমন একজন শক্তিশালী রাষ্ট্রনেতার' পক্ষে সমর্থনমূলক দৃষ্টিভঙ্গি পোষণ করেছেন।
আইডিয়া'র মহাসচিব কেভিন কাসাস-জামোরা এক বিবৃতিতে জনগণের মধ্যে এ আস্থাহীনতা দূর করার আহ্বান জানিয়েছেন। 'শাসনব্যবস্থার উন্নয়ন এবং বিশ্বাসযোগ্য নির্বাচনের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তৈরি করা ক্রমবর্ধমান ভুয়াতথ্য সংস্কৃতির বিরুদ্ধে লড়াই করে গণতন্ত্রকে জনগণের এ আস্থাহীনতা দূর করতে কাজ করতে হবে,' বলেন তিনি।
এ বছর যুক্তরাষ্ট্রের নির্বাচন দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডেমোক্র্যাট জো বাইডেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লড়বেন।
জরিপের ফলাফল অনুযায়ী, যুক্তরাষ্ট্রে জরিপে অংশ নেওয়াদের কেবল ৪৭ শতাংশ বিশ্বাসযোগ্য নির্বাচন ব্যবস্থা আছে বলে আস্থা প্রকাশ করেছেন।
২০২৩ সালের জুলাই থেকে এ বছরের জানুয়ারি পর্যন্ত পরিচালিত এ জরিপে বিশ্বের ১৯টি দেশের দেড় হাজার মানুষকে নমুনা হিসেবে রাখা হয়। ব্রাজিল, চিলি, কম্বোডিয়া, গাম্বিয়া, ইরাক, ইতালি, লেবানন, লিথুয়ানিয়া, পাকিস্তান, রোমানিয়া, সেনেগাল, সিয়েরা লিওন, দক্ষিণ কোরিয়া ও তাঞ্জানিয়ায় জরিপটি পরিচালনা করেছে আইডিয়া।