সমুদ্র সৈকতে ‘হেল্প’ লেখা দেখে তিন ব্যক্তিকে জনবসতিহীন দ্বীপ থেকে উদ্ধার
পাম গাছের পাতা ব্যবহার করে সমুদ্র সৈকতে 'হেল্প' (সাহায্য) লিখে মাইক্রোনেশিয়ার একটি জনবসতিহীন দ্বীপ থেকে উদ্ধার হয়েছেন তিনজন ব্যাক্তি। মার্কিন উপকূলরক্ষী বাহিনী এ লেখা দেখে তাদেরকে প্রাথমিকভাবে সনাক্ত করে এবং পরবর্তীতে উদ্ধার করেছে।
গুয়াম থেকে প্রায় ৪১৫ মাইল দূরে একটি জনবসতিহীন প্রবাল দ্বীপ পিকেলট অ্যাটল থেকে ফিরে আসতে ব্যর্থ হওয়ার তাদেরকে নিখোঁজ ধরে নেওয়া হয়েছিল। গত চারবছরে দ্বিতীয় বারের মতো দ্বীপটি থেকে মানুষকে উদ্ধার করা হয়েছে।
এক বিবৃতিতে কোস্ট গার্ড কর্তৃপক্ষ জানিয়েছে, চল্লিশোর্ধ তিনজন অভিজ্ঞ নাবিক পোলোওয়াট অ্যাটল (প্রবাল দ্বীপ যেটি ফেডারেটেড স্টেটস অব মাইক্রোনেশিয়ার অংশ) থেকে একটি পালতোলা নৌকায় করে ভ্রমণে বের হয়েছিলো। তারা ইস্টার সানডেতে আউটবোর্ড মোটর সহ একটি ঐতিহ্যবাহী ২০ফুট পালতোলা নৌকা ব্যবহার করে প্রায় ১১৫ মাইল দূরে পিকেলট অ্যাটলের উদ্দেশ্যে রওনা হয়েছিল।
কিন্তু তারা ঠিক সময়ে ফিরে না আসায় তাদের একজন আত্মীয় গুয়ামের কোস্ট গার্ডের জয়েন্ট রেসকিউ সাব-সেন্টারে যোগাযোগ করে তাদের নিখোঁজ হওয়ার ব্যাপারে রিপোর্ট করে। এর পরেই কোস্টগার্ড তাদের জন্য অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালানো শুরু করে।
প্রতিকুল আবহাওয়া স্বত্তেও উদ্ধারকারীরা ৭৮ হাজার নটিক্যাল বর্গ মাইলেরও বেশি বিস্তীর্ণ এলাকায় অনুসন্ধান চালায়। তারপর তারা বিমান থেকে সমুদ্র সৈকতে পাম গাছের পাতা দিয়ে তৈরি একটি অস্থায়ী 'হেল্প' লেখা দেখে তাদের শনাক্ত করতে সক্ষম হয়।
এই উদ্ধারকাজের নেতৃত্ব দেওয়া লেফটেনেন্ট চেলসি গার্সিয়া তাদেরকে খুঁজে পাওয়ার পেছনে তিন নাবিকের দৃঢ়সংকল্পর কথা বলেছেন। এটিকে তিনি তাদের উদ্ধার হওয়ার অদম্য ইচ্ছা বলে অভিহিত করেছেন।
ইউএস কোস্ট গার্ড জানিয়েছে, উদ্ধার অভিযানটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফেডারেল স্টেটস অফ মাইক্রোনেশিয়া ও এ এলাকায় অবস্থানরত মার্কিন নৌবাহিনীর সদস্যদের মধ্যে শক্তিশালী সমন্বয়ের একটি উদাহরণ।
মাইক্রোনেশিয়া পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত এবং প্রায় ৬০০টি ক্ষুদ্র দ্বীপ নিয়ে গঠিত। দ্বীপগুলো বিশাল সমুদ্রের বিস্তৃতি জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।
জনবসতিহীন পিকেলট অ্যাটল দ্বীপটিতে প্রায়ই অস্থায়ীভাবে শিকারী এবং জেলেরা ঘুরতে যান। সাম্প্রতিক বছরগুলোতে এখানে আরেকটি উদ্ধার অভিযান চালানো হয়েছিল। ২০২০ সালে সৈকতে 'এসওএস' (সেভ আওয়ার সোল অথবা সেভ আওয়ার শিপ এর সংক্ষিপ্ত রূপ যা আটকে পরা বা নিখোঁজ ব্যক্তিরা সাহায্য পাওয়ার আশায় লিখে থাকেন) লেখা দেখে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনী তিন মাইক্রোনেশিয়ান নাবিককে উদ্ধার করেছিল।
অনুবাদ: তাসবিবুল গনি নিলয়