আমেরিকান চাপে ইরানের হামলার তথ্য দিয়ে সাহায্য করেছে সৌদি ও আরব আমিরাত
রোববার ভোরে ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, আমেরিকার চাপের মুখে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এই হামলার পরিকল্পনা সম্পর্কে গোয়েন্দা তথ্য সরবরাহ করে।
গণমাধ্যমটি জানায়, ইসরায়েলে হামলা করার দিনদুয়েক আগেই সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলোর কর্মকর্তাদের জানান ইরানি কর্মকর্তারা। প্রতিবেশী আরব দেশগুলো যেন তাদের আকাশসীমার সুরক্ষা নিশ্চিত করতে পারে, সেজন্যই আগেভাগে তাদেরকে তথ্য দেয় তেহরান।
এবিষয়ে সৌদি ও মিশরের কয়েকজন কর্মকর্তার সাথে কথাও বলেছে দ্য জার্নাল। তারা জানান, ইসরায়েলকে সাহায্য করলে ইরানের সাথে বৈরিতা সৃষ্টি হওয়ার আশঙ্কা করেছিল বেশ কয়েকটি আরব দেশের সরকার। তবে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার পরে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত গোপনে এই হামলার সম্পর্কে গোয়েন্দা তথ্য দিতে রাজি হয়।
অন্যদিকে, ইরানের ড্রোন ও মিসাইল ভূপাতিত করতে যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশের যুদ্ধবিমানকে নিজ আকাশসীমা ব্যবহার করতে দেয় জর্ডান। আম্মান একাজে নিজস্ব যুদ্ধবিমানও ব্যবহার করেছে।
অনুবাদ: নূর মাজিদ