২৪ ঘণ্টায় ১,২৩৩ কিলোমিটার পাড়ি দিয়ে রেকর্ড গড়ল ৪৫ বছর পুরনো ভেসপা
প্রযুক্তিগত দিক থেকে বর্তমানের অন্যান্য মোটরবাইকের তুলনায় নিঃসন্দেহে পিছিয়ে ভেসপা। তবে গাড়িটি এখনও আপনাকে চমকে দিতে পারে। ঠিক এমনটাই করেছে ১৯৭৯ সালের ভেসপা ৫০ স্পেশাল মডেল।
প্রায় ৪৫ বছরের পুরনো মাত্র ৫০ সিসির ভেসপাটি ২৪ ঘণ্টায় ১,২৩৩.০৭ কিলোমিটার পাড়ি দিয়েছে। এতে করে ভেসপাটি ২০০৫ সালে একই সময়ে ৩০৫ কিলোমিটার পাড়ি দেওয়ার রেকর্ডটি ভেঙে গড়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড।
মজার ব্যাপার হচ্ছে, ১৯৭৯ সালেই একই ভেসপা দিয়ে ৯৪১ কিলোমিটার পাড়ি দেওয়া হয়েছিল। তবে পূর্ব প্রস্তুতি না থাকায় সেটি রেকর্ড হিসেবে অন্তর্ভুক্ত হয়নি।
এক্ষেত্রে ৪৫ বছর আগে এবং পরে, উভয় ক্ষেত্রেই চালক একজনই ছিল। যার নাম ভ্যালেরিও বনি; ১৯৭৯ সালে যার বয়স ছিল মাত্র ২০ বছর। বর্তমানে তিনি ৬৫ বছর বয়সেও অদম্য মানসিকতায় রেকর্ডটি গড়েছেন।
২০১৫ সালে পুরনো ভেসপা ৫০ মডেলের গাড়িটিকে রিকন্ডিশন করা হয়। এমনকি পুরনো স্টিকারগুলোকেও সরিয়ে ফেলা হয়।
রেকর্ডটি করার জন্য বার্সেলোনার নিকটে একটি পুরানো, পরিত্যক্ত ডিম্বাকৃতির ট্র্যাক বেছে নেন ভ্যালেরিও। পরবর্তীতে সেটি সংস্কারও করা হয়। দুই কিলোমিটার দীর্ঘ ট্র্যাকটি ১৯২৩ সালে নির্মিত হয়েছিল।
ভ্যালেরিও রেকর্ডটি গড়তে সাহায্য নিয়েছেন ইপোকা মোটরসের মালিক ডেনিস মায়োরিনো এবং তার মেকানিক্স দলের। এক্ষেত্রে রিকন্ডিশন করা ভেসপাটি পূর্বে পরীক্ষা করে সক্ষমতা যাচাই করা হয়েছিল।
রেকর্ডটি গড়তে চলন্ত অবস্থায়ই ভেসপাটিকে অন্য গাড়ির সাহায্যে রিফুয়েল করা হয়েছিল। সেক্ষেত্রে খুব অল্পসময় গাড়িটি থামানো হয়েছিল; সেটিও চালকের চোখের ধুলা পরিষ্কার করতে। এক্ষেত্রে ৪৫ বছরের পুরনো ইঞ্জিনটি এতটাই কার্যকরী ছিল যে, বড় ধরনের কোনো প্রতিবন্ধকতা ছাড়াই গাড়িটি ২৪ ঘণ্টা চলেছে।
অনুবাদ: মোঃ রাফিজ খান