১৪০ বছর পূর্তি উপলক্ষ্যে বিশেষ সংস্করণের ভেসপা আনছে পিয়াজিও
দ্বিতীয় মহাযুদ্ধের পর ইতালির পিয়াজিও কোম্পানির হাত ধরে শুরু হয় ভেসপার ইতিহাস। রিনালডো পিয়াজিও কোম্পানিটি প্রতিষ্ঠা করেন ১৮৮৪ খ্রিষ্টাব্দে। আর ভেসপা'র জন্ম হয় ১৯৪৬ সালে।
তার পর থেকেই টু সিলিন্ডার স্ট্রোকের এ বাহনটি একদিকে যেমন ইতালির সাংস্কৃতিক আইকনে পরিণত হয়েছে অন্যদিকে সারাবিশ্বের দুই চাকার বাহন প্রেমীদের কাছে হয়ে উঠেছে নির্ভরযোগ্যতার প্রতীক।
৭৮ বছর পর এসেও এ দ্বিচক্রযানটি সারাবিশ্বের মানুষকে এখনো এক জায়গা থেকে আরেক জায়গায় অনায়াসে পৌঁছে দিচ্ছে। মানুষের কাছে এ যানটি এখনো সমান জনপ্রিয়।
তবে ভেসপা প্রেমীদের জন্য সুখবর নিয়ে আসছে পিয়াজিও কোম্পানি। পিয়াজিও কোম্পানির ১৪০ বছর পূর্তি উপলক্ষ্যে ভেসপা'র স্পেশাল এডিশন (বিশেষ সংস্করণ) মডেল বাজারে আনছে তারা। পিয়াজিও'র ১৪০ বছর উপলক্ষ্যে ১৪০টি ভেসপা তৈরি করবে তারা। আর সীমিত সংখ্যক বিশেষ এ ভেসপা পেতে হলে আপনাকে ১৮ থেকে ২১ এপ্রিলের ভেতরে অর্ডার করা লাগবে, এই সময় বিশ্ব ভেসপা দিবস ২০২৪ এর র্যালিও অনুষ্ঠিত হবে।
স্কুটারটি ভেসপা জিটিভি মডেলের কাঠামোর ওপর নির্মিত, এতে রয়েছে ৩০০ হর্সপাওয়ারের একটি শক্তিশালী লিকুইড-কুল ইঞ্জিন (৪-ভালভ, বৈদ্যুতিক ইনজেক্টেড মোটর) যেটি ২৪ বিএইচপি (ব্রেক হর্সপাওয়ার) উৎপাদন করতে সক্ষম। এ পর্যন্ত ভেসপায় ব্যবহার করা সবচেয়ে শক্তিশালী ইঞ্জিন হবে এটি।
ক্লাসিক ভেসপা আকৃতি বজায় রাখা সত্ত্বেও, জিটিভি মডেলে একটি ডিজিটাল ড্যাশবোর্ড, কী-লেস স্টার্ট (চাবি ছাড়া ইঞ্জিন চালু), ট্র্যাকশন কন্ট্রোল, এবিএস এবং ভেসপা এমআইএ অ্যাপের মাধ্যমে সংযোগের মতো আধুনিক বৈশিষ্ট্য আছে।
পিয়াজিওর ১৪০তম বার্ষিকী উদ্যাপন করতে তাদের লোগোর মতো নীল ও সাদা এর মিশেলে বিশেষ রঙে রাঙানো হয়েছে ভেসপা মডেলটিকে। ভেসপার আসন এবং চাকার এলয় রিং-এও নীল রঙয়ের ছোঁয়া দেওয়া হয়েছে, তবে চাকা, এক্সোস্ট পাইপ, পা রাখার ফুটপেগসের রঙ কালো রাখা হয়েছে।
বিশেষ সংস্করণের এ ভেসপাটির দাম এখনও পিয়াজিও প্রকাশ না করলেও ধারণা করা হচ্ছে মাত্র ১৪০টি উৎপাদন করা মডেলটির দাম তাদের অন্যান্য সাধারণ মডেলের থেকে বেশি-ই হবে। বর্তমানে একটি স্ট্যান্ডার্ড ভেসপা মডেলের দাম ৬ হাজার ৭৫০ পাউন্ড।
অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন