লন্ডন কিংবা আবুধাবি নয়; জুলাইয়ে অনন্ত-রাধিকার বিয়ের অনুষ্ঠান হতে পারে মুম্বাইয়ে
গত মার্চ মাসে গুজরাটে অনন্ত-রাধিকার জমকালো প্রাক-বিবাহের অনুষ্ঠান করে রীতিমতো চমকে দিয়েছিল আম্বানি পরিবার। বিল গেটস, মার্ক জাকারবার্গ, রিহানা ছাড়াও ছিল একঝাঁক তারকার মিলনমেলা।
সেক্ষেত্রে সবাই ধারণা করছে, আগামী ১২ জুলাই তাদের অনুষ্ঠিতব্য বিয়ের অনুষ্ঠানটি হয়ত ভারতের বাইরে কোনো বিলাসবহুল জায়গায় হবে। কিন্তু না, অনন্ত-রাধিকার বিয়ের অনুষ্ঠান লন্ডন কিংবা দুবাই নয়, বরং মুম্বাইতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে গুঞ্জন উঠেছে।
তবে বহুল প্রতীক্ষিত বিয়ের অনুষ্ঠানটি লন্ডনের বিলাসবহুল স্টোক পার্ক এস্টেটে অনুষ্ঠিত হওয়ার খবরও একেবারে উড়িয়ে দেওয়া যায় না। যদিও আম্বানি পরিবারের পক্ষ থেকে এই সম্পর্কে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি।
এদিকে নীতা আম্বানি বিয়ের সব আয়োজন তদারকি করছেন বলে জানা গেছে। অনন্ত আগেও তার সাফল্যের কৃতিত্ব মা নীতা আম্বানিকে দিয়েছেন। তিন দিনের প্রাক-বিবাহের উদ্যাপনের তত্ত্বাবধানের দায়িত্বেও ছিলেন তিনি।
অনন্ত-রাধিকার প্রাক-বিবাহের অনুষ্ঠানের মতোই বিয়ের অনুষ্ঠানে বসতে যাচ্ছে তারকাদের মিলনমেলা। অনুষ্ঠানের সম্ভাব্য অতিথিদের মধ্যে রয়েছেন শাহরুখ খান, সালমান খান, বচ্চন পরিবার, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, বিরাট কোহলি, আনুশকা শর্মা, রণবীর কাপুর, আলিয়া ভাট, ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ প্রমুখ।
অনন্ত আম্বানি মুকেশের তিন সন্তানের মধ্যে সবচেয়ে কনিষ্ঠ। আর রাধিকা বিশিষ্ট শিল্পপতি বীরেন মার্চেন্টের কন্যা। তিনি ভারতের ফার্মাসিউটিক্যাল শিল্পের টাইকুন হিসেবে পরিচিত। ২০০২ সালে তিনি ফার্মাসিউটিক্যাল প্রস্তুতকারক কোম্পানি অ্যাঙ্কর হেলথকেয়ার প্রতিষ্ঠা করেন।
অনুবাদ: মোঃ রাফিজ খান