২৬ বছর পর প্রতিবেশীর ভূগর্ভস্থ গুদাম থেকে জীবিত পাওয়া গেল আলজেরিয়ান ব্যক্তিকে
দীর্ঘ ২৬ বছর নিখোঁজ থাকার পর আলজেরিয়ান এক ব্যক্তিকে তার প্রতিবেশীর সেলার (ভূগর্ভস্থ গুদাম) থেকে জীবিত অবস্থায় পাওয়া গেছে।
৪৫ বছর বয়সী ওমর বিন ওমরান ১৯৯০-এর দশকে আলজেরিয়ার গৃহযুদ্ধ চলাকালীন জেলফা থেকে নিখোঁজ হন। কিশোর বয়সে নিখোঁজ হওয়ার এত বছর পর নিজ বাড়ি থেকে মাত্র ২০০ মিটার দূরত্বে তার সন্ধান পাওয়া গেল।
এ ঘটনায় ৬১ বছরের এক বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়েছে। কর্তৃপক্ষের ধারণা, ওমরকে এতদিন বন্দি করে রেখেছিলেন ঐ ব্যক্তি।
আলজেরিয়ার সরকার ও ইসলামপন্থি দলগুলোর মধ্যে দশ বছরের গৃহযুদ্ধ চলাকালীন সময়ে ওমর নিখোঁজ হয়েছিলেন। তার পরিবার ভেবেছিলেন, সংঘাতে নিহত ২ লাখ মানুষের মত তিনি হয় মারা গিয়েছিলেন অথবা ২০ হাজার অপহৃতদের মধ্যে একজন ছিলেন। কিন্তু গত ১২ মে ভূগর্ভস্থ গুদামটির খড়ের গাদার নীচ থেকে তাকে জীবিত উদ্ধার করা হয়েছে।
ওমরকে তার প্রতিবেশীর বাড়িতে আটকে রাখা হয়েছে এমন অভিযোগ পাওয়ার পর পাবলিক প্রসিকিউটরের অফিস থেকে ব্যবস্থা নেওয়া হয়। আলজেরিয়ার রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জেন্ডারমারীকে তদন্ত করার নির্দেশ দেওয়া হলে তারা ঐ বাড়িতে যান।
আদালতের কর্মকর্তা জানিয়েছেন, ১২ মে স্থানীয় সময় রাত ৮ টায় ওমরকে তার প্রতিবেশীর ভূগর্ভস্থ গুদাম থেকে উদ্ধার করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে ধরা হয় এবং পরবর্তীতে গ্রেপ্তার করা হয়।
বর্তমানে ওমর চিকিৎসাধীন অবস্থায় আছেন। তাকে শারীরিক ও মানসিক চিকিৎসা দেয়া হচ্ছে।
ওমর উদ্ধারকারীদের জানিয়েছেন, বন্দি থাকা অবস্থায় তিনি তার পরিবারের লোকদের দেখতে পেলেও সাহায্যের জন্য ডাকতে পারেননি কারণ 'তাকে আটকে রাখা ব্যক্তি তার ওপর জাদু করেছিল'।
অনুবাদ: তাসবিবুল গনি নিলয়