মেক্সিকোতে নির্মম তাপপ্রবাহ, ‘গাছ থেকে আপেলের মতো টুপটাপ ঝরে পড়ে’ মারা যাচ্ছে বানর
নির্মম তাপপ্রবাহে পুড়ছে মেক্সিকো। দেশটিতে গরম এতটাই তীব্র হয়ে উঠেছে যে গাছ থেকে ফলের মতো টুপটাপ ঝরে পড়ে মারা যাচ্ছে হাউলার বানর।
গত ৪ মে থেকে ২১ মে পর্যন্ত অন্তত ১৩৮টি হাউলার বানর মারা গেছে। যেসব এলাকায় তাপমাত্রা অস্বাভাবিক বেশি, ওইসব জায়গায় এসব বানরের মৃত্যু হচ্ছে।
তাবাস্কো অঙ্গরাজ্যে অন্তত ৮৩টি হাউলার বানরকে মৃত অবস্থায় পাওয়া গেছে। আরও অনেকগুলো অসুস্থ বানরকে উদ্ধার করেছেন স্থানীয় বাসিন্দারা। পাঁচটি বানরকে স্থানীয় পশুচিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়েছে। হাউলার বানর শক্তিশালী কণ্ঠের জন্য সুপরিচিত।
পশুচিকিৎসক ড. সার্জিও ভ্যালেনজুয়েলা দ্য গার্ডিয়ানকে বলেন, 'ওদেরকে গুরুতর অবস্থায় নিয়ে আসা হয়েছে। পানিশূন্যতা আর জ্বরে ভুগছিল ওরা। একেবারে নিস্তেজ হয়ে পড়েছিল বানরগুলো। হিটস্ট্রোক হয়েছিল ওদের।'
মার্চ থেকে এ পর্যন্ত ভয়ানক তাপপ্রবাহে মেক্সিকোতে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া মানুষের পাশাপাশি কয়েক ডজন—কয়েকশোও হতে পারে—হাউলার বানর এ তাপপ্রবাহে মারা গেছে বলে জানিয়েছেন পশুচিকিৎসক ও উদ্ধারকারীরা।
মারা যাবার আগে এসব বানরের মধ্যে খিঁচুনি, হাইপারথার্মিয়া ও অচেতন হয়ে যেতে দেখা গেছে। এসবই পানিশূন্যতার উপসর্গ।
বন্যপ্রাণী জীববিজ্ঞানী গিলবার্তো পোজো জানান, প্রায় ৮৩টি বানর মৃত বা মুমূর্ষু অবস্থায় গাছের তলায় পাওয়া গেছে।
পোজো বলেন, 'আপেলের মতো টুপটাপ করে গাছ থেকে পড়ছিল ওড়া। তীব্র পানিশূন্যতায় ভুগছিল ওরা, কয়েক মিনিটের মধ্যেই মারা গেছে।'
তিনি বলেন, গরম আর পানিশূন্যতায় এমনিতেই দুর্বল হয়ে পড়া বানরগুলো কয়েক ডজন মিটার ওপরের ডালপালা থেকে মাটিতে পড়ার ধাক্কা সামলে উঠতে না পেরে মারা যায়।
পোজো বলেন, তীব্র গরম, খরা, বনে দাবানল, খাবার পানির অভাবসহ বেশ কিছু কারণে বানরগুলো মারা যাচ্ছে।