ইউক্রেনকে পশ্চিমের সরবরাহ করা ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় আঘাত করা যাবে না: পুতিনের হুঁশিয়ারি
ইউরোপে ন্যাটো সদস্যদের কেউ কেউ ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে হামলা করার জন্য পশ্চিমা অস্ত্র ব্যবহার করার প্রস্তাব দিয়েছে৷ এটিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 'আগুন নিয়ে খেলা' বলে অভিহিত করেছেন। একইসাথে এটি বিশ্বব্যাপী সংঘাত তৈরি করতে পারে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন।
২০২২ সালে রাশিয়া ইউক্রেনে আক্রমণের মধ্যে দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে মারাত্মক স্থল যুদ্ধের সূচনা হয়; যা পুরোদমে এখনো চলমান। যুদ্ধ শুরুর পর থেকেই পুতিন প্রতিনিয়ত সংঘাত ছড়িয়ে যাওয়ার ঝুঁকির কথা বলেছেন৷ কারণ ইউক্রেনকে রক্ষা করতে পশ্চিমারা কিয়েভকে সমর্থন দিয়ে আসছে।
এদিকে ন্যাটোর সেক্রেটারি জেনারেল জেনস স্টলটেনবার্গ দ্য ইকোনমিস্টকে বলেন, "জোটের সদস্যদের উচিত ইউক্রেনকে পশ্চিমা অস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালাতে দেওয়া।" এই কৌশলকে কিছু ন্যাটো সদস্য সমর্থন দিলেও যুক্তরাষ্ট্র তাতে আপাতত রাজি নয়।
এদিকে পুতিন তাসখন্দে সাক্ষাৎকারে সাংবাদিকদের বলেন, "ক্রমশ আতঙ্ক বৃদ্ধি গুরুতর পরিণতির দিকে নিয়ে যেতে পারে। যদি ইউরোপে এমন পরিস্থিতির সৃষ্টি হয় তবে মার্কিন যুক্তরাষ্ট্র কৌশলগত অস্ত্রের ক্ষেত্রে আমাদের সমতার কথা মাথায় রেখে কীভাবে আচরণ করবে?"
পুতিন আরও বলেন, "রাশিয়ার উপর দূরপাল্লার অস্ত্র নিয়ে ইউক্রেনের হামলার জন্য পশ্চিমা স্যাটেলাইট, গোয়েন্দা তথ্য এবং সামরিক সাহায্যের প্রয়োজন হবে। তাই এমনটা হলে তাতে পশ্চিমরা সরাসরি জড়িত হবে। একইসাথে ইউক্রেনে ফরাসি সেনা পাঠানো বৈশ্বিক সংঘাতের দিকে একটি পদক্ষেপ হবে।"
ন্যাটো সদস্যদের সম্পর্কে কথা বলতে গিয়ে পুতিন বলেন, "ছোট দেশগুলোকে বুঝতে হবে যে, তারা ঠিক কাদের সঙ্গে খেলছে।" এটির মাধ্যমে মূলত এই দেশগুলোর ছোট সীমানার মধ্যে বহু সংখ্যক লোকের বসবাসের দিকটি ইঙ্গিত করে।
পুতিন বলেন, "রাশিয়ার ভূখণ্ডের অভ্যন্তরে আঘাত করার বিষয়ে কথা বলার আগে তাদের এই ফ্যাক্টরটি মনে রাখা উচিত।"
ইউক্রেন যুদ্ধ শুরুর পর গত ৬০ বছরের পশ্চিমের সাথে রাশিয়ার সম্পর্কের সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে। কূটনীতিকরা বর্তমান পরিস্থিতিকে সবচেয়ে বিপজ্জনক পর্যায় বলে অভিহিত করে সংকট বাড়ছে মনে করছেন।
অনুবাদ: মোঃ রাফিজ খান