সৌদিতে হজযাত্রীদের সেবা দিতে প্রস্তুত ২৭ হাজারের বেশি বাস, ৫ হাজার ট্যাক্সি
সৌদি আরবে পাবলিক ট্রান্সপোর্ট অথরিটির সরকারি মুখপাত্র সালেহ আল জুওয়াইদ জানিয়েছেন, এ বছর সেদেশে হজ পালনে যাওয়া যাত্রীদের সেবা দিতে ২৭ হাজারের বেশি বাস এবং ৫ হাজারের বেশি ট্যাক্সি প্রস্তুত রয়েছে।
এবারে হজযাত্রীদের ব্যতিক্রমী পরিষেবা দিতে সমস্ত সরকারি সংস্থার সহযোগিতামূলক প্রচেষ্টার ওপর জোর দেন সরকারি এই মুখপাত্র, যাতে করে পুরো যাত্রাজুড়ে অতিথিরা স্বাচ্ছন্দ্য বোধ করেন।
বাদশাহ আব্দুল আজিজ বিমানবন্দরসহ বিভিন্ন এলাকায় ২৭ হাজারের বেশি বাস প্রস্তুত রাখা হয়েছে। এই বাসযাত্রায় তীর্থযাত্রীদের সর্বোচ্চ আরাম নিশ্চিত করা হবে, বিশেষ করে এতে চড়ে মক্কাযাত্রা হবে স্বাচ্ছন্দ্যময়।
এছাড়া, হজ অতিথিদের জন্য প্রস্তুত রয়েছে ৫ হাজারের বেশি ট্যাক্সি। মূলত যারা হজ শুরুর আগে মক্কা বা মদিনায় পৌঁছেছেন, তাদের যাতায়াতের সুবিধার্থে এই গাড়িগুলো প্রস্তুত রাখা হয়েছে।
পাবলিক ট্রান্সপোর্ট অথরিটি সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করতে ১২০টিরও বেশি ফিল্ড কন্ট্রোল টিম মোতায়েন করেছে। ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক
নতুন প্রযুক্তিও— যার মাধ্যমে জেদ্দা থেকে মক্কা রুটে বাসের গতি পর্বেক্ষণের পাশাপাশি চালকের আচরণ নিরীক্ষণে ড্রোন ব্যবহার করা হচ্ছে।