টানা তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী পদে শপথ নিয়ে ইতিহাস গড়লেন মোদি
টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। আজ রবিবার (৯ জুন) স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টার দিকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাকে শপথবাক্য পাঠ করান। এর মধ্য দিয়ে সাবেক কংগ্রেস নেতা জওহরলাল নেহরুর পর টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার নজির গড়লেন মোদি।
মোদির শপথ গ্রহণ শেষে নবগঠিত মন্ত্রিসভার ৭২ জন সদস্য একে একে শপথ গ্রহণ করেন। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা পর্যন্ত মন্ত্রীদের শপথগ্রহণ চলছিল। ভারতের নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবন প্রাঙ্গনে এ শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শপথ অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ শ্রীলঙ্কা, ভুটান, নেপাল, মালদ্বীপসহ প্রতিবেশি দেশগুলোর নেতারা যোগ দিয়েছেন।
সূত্রের খবর অনুযায়ী, মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে দেশ-বিদেশের ৮ হাজারেরও বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
গত মঙ্গলবার (৪ জুন) দেশটির ৫৪৩টি আসনের লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হয়। পরদিন বুধবার প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন মোদি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে তিনি পদত্যাগপত্র তুলে দেন। এরপর নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ না করা পর্যন্ত তাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের অনুরোধ জানান দ্রৌপদী মুর্মু।
এবারের সাত পর্বের লোকসভা নির্বাচনে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন এনডিএ জোট ২৯২টি আসন পায়। বিরোধী জোট 'ইনডিয়া' পায় ২৩৩টি আসন। অন্যান্য দলের প্রাপ্ত আসনসংখ্যা ১৮টি।
এনডিএ সংখ্যাগরিষ্ঠতা পেলেও ২০১৪ এবং ২০১৯-এর মতো এবার বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি। কারণ ৫৪৫ আসনের (দু'টি মনোনীত আসন-সহ) লোকসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ২৭২টি আসন। বিজেপি এককভাবে জিতেছে ২৪০টি আসন।
বিজেপির এনডিএ জোটের সবচেয়ে বড় শরিক হলেন নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু। তাদের দল যথাক্রমে ১৬ এবং ১২টি আসন পেয়েছে। সরকার গঠনে এই দুইজনের দল মোদিকে বড় সমর্থন দিয়েছেন।