মিথ্যাবাদীর সঙ্গে বিতর্ক করা কঠিন: নিজের পারফরম্যান্স নিয়ে উদ্বেগ উড়িয়ে দিয়ে বাইডেন
সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্পের সঙ্গে বিতর্কে তার পারফরম্যান্স সম্পর্কে ডেমোক্র্যাটদের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। সেইসঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন যে প্রার্থিতা পুনর্বিবেচনার কোনো পরিকল্পনা তার নেই।
বৃহস্পতিবার মধ্যরাতের কিছু পরে আটলান্টার ওয়াফেল হাউসে যাত্রাবিরতির সময় তিনি সাংবাদিকদের বলেন, 'আমি মনে করি আমরা ভাল করেছি।'
তার পারফরম্যান্স নিয়ে ডেমোক্র্যাটদের উদ্বেগ এবং তাকে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর বিষয়টি বিবেচনা করার আহ্বান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, 'না (নির্বাচন থেকে সরে দাড়ানোর)। মিথ্যাবাদীর সঙ্গে বিতর্ক করা কঠিন।'
এসময় তিনি ইঙ্গিত দেন যে সামান্য অসুস্থতার কারণে তার গলা ভেঙে গেছে।
তিনি বলেন, 'আমার গলা ব্যথা করছে।'
তার সহযোগীরাও জানিয়েছেন, তার (বাইডেন) ঠান্ডা লেগেছে।
ভাবানুবাদ: তাবাসসুম সুইটি