ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। পুড়ে ছাই হয়ে যাচ্ছে সেখানকার ঘরবাড়ি, জমিজমাসহ সবকিছু। আগুন প্রতি ঘণ্টায় ৫ হাজার একর বেগে ছড়িয়ে পড়ছে। কর্তৃপক্ষের দাবি দেশটির পশ্চিমাঞ্চলীয় এ অঙ্গরাজ্যে এখন পর্যন্ত এটি সবচেয়ে বড় দাবানল।
শনিবার (২৭ জুলাই) ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব ফরেস্ট্রি অ্যান্ড ফায়ার প্রোটেকশন বা ক্যাল ফায়ার জানিয়েছে, শনিবার সন্ধ্যা পর্যন্ত রাজ্যের রাজধানী স্যাক্রামেন্টো থেকে প্রায় ৯০ মাইল (১৪৪ কিলোমিটার) উত্তরে পার্কের দাবানলে সাড়ে তিন লাখ একরেরও বেশি এলাকা পুড়ে গেছে।
প্রায় আড়াই হাজার অগ্নিনির্বাপক কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করলেও পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণের বাইরে। আগুনে এখন পর্যন্ত ১৩৪টি স্থাপনা পুড়ে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
দাবানল শুরু হওয়ার পরদিন গত বৃহস্পতিবার ৪২ বছর বয়সি রনি ডিন স্টাউট নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশ। পুলিশের সন্দেহ, ওই ব্যক্তি বাট কাউন্টির অ্যালিগেটর হোলের কাছে জ্বলন্ত গাড়ির গিরিখাদে ফেলে পার্ক ফায়ারের সূত্রপাত ঘটিয়েছেন।
উল্লেখ্য, ২০১৮ সালে ক্যালিফোর্নিয়ার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানলে প্যারাডাইস নগর পুরোপুরি পুড়ে গিয়েছিল, নিহত হয়েছিলেন ৮৫ জন।