বাংলাদেশে পুনরায় ভারতীয় টেক্সটাইল কারখানার কার্যক্রম শুরু
বাংলাদেশে ভারতীয় কোম্পানির মালিকানাধীন টেক্সটাইল কারখানাগুলো সাম্প্রতিক অস্থিরতার পর পুনরায় কার্যক্রম শুরু করেছে।
এদিকে পেট্রাপোল সীমান্ত দিয়ে দুই দেশের মধ্যে ট্রাক চলাচলও পুনরায় শুরু হয়েছে বলে জানিয়েছেন ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।
ঐ কর্মকর্তা বলেন, "কিছুদিন অনিশ্চয়তা ও বাধা থাকলেও, সব কারখানা আবার চালু হয়েছে। তারা (বাংলাদেশি কর্তৃপক্ষ) আমাদের জানিয়েছে, বর্তমানে কোনো সমস্যা নেই।"
ভারতীয় টেক্সটাইল কারখানাগুলোর কার্যক্রম পুনরায় শুরু হওয়া বিশেষ গুরুত্ব বহন করে কারণ গত শনিবার ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাংলাদেশে ভারতীয় প্রতিষ্ঠানের বিনিয়োগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন, বিশেষ করে টেক্সটাইল সেক্টরে।
তিনি জানিয়েছেন, এসব বিনিয়োগ মূলত তামিলনাডু ভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে থেকে এসেছে।
সীতারমন বলেন, "বিনিয়োগকারীরা ভালো আস্থা থেকে বিনিয়োগ করেছিলেন কারণ তারা ভাবতেন, টেক্সটাইল ও গার্মেন্টস ভালো করবে এবং শিল্পগুলো ভালো করেছে।"
এসব বিনিয়োগ নিরাপদ থাকবে বলে আশা প্রকাশ করেন ভারতীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।