‘অপ্রত্যাশিত’ পরিস্থিতির জন্য ভারতের সশস্ত্রবাহিনীকে তৈরি থাকতে বললেন প্রতিরক্ষামন্ত্রী, নাম নিলেন বাংলাদেশেরও
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ইসরায়েল-হামাস যুদ্ধ ও বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে 'অপ্রত্যাশিত' পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। গতকাল বৃহস্পতিবার সশস্ত্র বাহিনীর কমান্ডারদের প্রতি তিনি এ আহ্বান জানান।
গতকাল লখনৌতে যৌথ কমান্ডারদের সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় রাজনাথ চীন সীমান্ত এবং প্রতিবেশী দেশগুলোর পরিস্থিতির ওপর ব্যাপক বিশ্লেষণের জন্য জোর দেন। তিনি বলেন, "এসব পরিস্থিতি অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য চ্যালেঞ্জ তৈরি করছে।"
রাজনাথ সিং এসময় তার বক্তব্যে যৌথ সামরিক দৃষ্টিভঙ্গির বিকাশ ও ভবিষ্যতে যুদ্ধের সময় দেশ কী ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে সে বিষয়েও আলোচনা করেন। তিনি এসময় বিভিন্ন প্ররোচনার জবাব কীভাবে আরো সমন্বিত, দ্রুত ও আরো সুষমভাবে দেওয়া যায় তার ওপর জোর দেন।
তিনি বলেন, "বৈশ্বিক অস্থিরতা সত্ত্বেও ভারতে এখন শান্তি বিরাজ করছে এবং উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। তবে ক্রমবর্ধমান চ্যালেঞ্জের কারণে আমাদের আরও সতর্ক থাকতে কবে।"