হিজবুল্লাহপ্রধানের মৃত্যু ‘প্রতিশোধ নেওয়া হবে’: ইরানের হুঁশিয়ারি
লেবাননে ইসরায়েলের বিমান হামলায় হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার একদিন পর ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, হিজবুল্লাহপ্রধানের এই মৃত্যুর 'প্রতিশোধ নেওয়া হবে'।
'মহান নাসরুল্লাহর শাহাদাত বরণের' ঘটনায় ইরানে পাঁচ দিনের শোক ঘোষণা করেছেন আয়াতুল্লাহ আলি খামেনি। তিনি বলেছেন, নাসরুল্লাহ 'একটি পথ এবং চিন্তাধারা', যা অব্যাহত থাকবে।
ইরানি সংবাদমাধ্যম জানিয়েছে, শুক্রবার বৈরুতে ইসরায়েলি হামলায় ইরানের বিপ্লবী গার্ডের একজন জেনারেলও নিহত হয়েছেন।
ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে প্রায় এক বছরের আন্তঃসীমান্ত লড়াইয়ের পর এই হামলায় এখন বিস্তৃত অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
আয়াতুল্লাহ খামেনি এখন কী সিদ্ধান্ত নেন, তার ওপরই মূলত নির্ভর করছে মধ্যপ্রাচ্যের পরবর্তী ঘটনাপ্রবাহ।
এখন পর্যন্ত তিনি ও অন্যান্য শীর্ষস্থানীয় ইরানি নেতারা গত কয়েক সপ্তাহে হিজবুল্লাহর ওপর ইসরায়েল যে গুরুতর হামলা চালিয়েছে, তার প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি এড়িয়ে চলেছেন। এর কারণ সম্ভবত ইরান তার প্রধান শত্রু ইসরায়েলের সাথে সরাসরি সংঘাত এড়াতে চায়।
জুলাইয়ে তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়াহকে হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য যে হুমকি দিয়েছিল, সে বিষয়েও ইরান কোনো পদক্ষেপ নেয়নি।
হিজবুল্লাহ ও হামাস উভয়কেই ইসরায়েল, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অন্যান্য পশ্চিমা দেশ দেশ সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়েছে।
এর আগে শনিবার আয়াতুল্লাহ খামেনি মুসলমানদেরকে তাদের 'সম্পদ ও সাহায্য নিয়ে' হিজবুল্লাহর পাশে দাঁড়ানোর আহ্বান জনান। তবে নাসরুল্লাহকে হত্যা করা হামলার প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দেননি।
তিনি বলেছেন, 'এই অঞ্চলের ভাগ্য নির্ধারণ করা হবে প্রতিরোধের শক্তি দ্বারা, যার অগ্রভাগে থাকবে হিজবুল্লাহ।'
এদিকে বার্তা সংস্থা রয়টার্স দুই আঞ্চলিক কর্মকর্তার বরাত দিয়ে বলেছে, সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে ইরানের সর্বোচ্চ নেতাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
রয়টার্স আরও বলেছে, পরবর্তী পদক্ষেপ ঠিক করার জন্য ইরান হিজবুল্লাহ ও অন্য মিত্রদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে বলে জানা গেছে।
শুক্রবার ইসরায়েলের হামলায় বৈরুতের দক্ষিণ শহরতলি দাহিয়ের বেশ কয়েকটি ভবন গুঁড়িয়ে গেছে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, এসব ভবনের নিচে হিজবুল্লাহর প্রধান কার্যালয় ছিল।
হিজবুল্লাহ শনিবার নাসরাল্লাহর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তবে ইসরায়েলি সেনাবাহিনী নাসরুল্লাহসহ তাদের দক্ষিণ ফ্রন্টের প্রধান আলি কারাকি ও অন্যান্য কমান্ডার নিহত হওয়ার যে দাবি করেছে, সংগঠনটি সে বিষয়ে মন্তব্য করেনি।
ইরানের বিপ্লবী গার্ড কোর-সংশ্লিষ্ট (আইআরজিসি) সংবাদ সংস্থা সাবেরিন নিউজ জানিয়েছে, শুক্রবার দাহিয়েতে আইআরজিসির ডেপুটি কমান্ডার অভ অপারেশন জেনারেল আব্বাস নীলফরোশানও 'শহিদ' হয়েছেন।
সংবাদ ওয়েবসাইট দিদবান বলেছে, আব্বাসকে 'নাসরাল্লাহর সাথে' হত্যা করা হয়েছে। তবে ইরানি কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।