সোর্ডফিশের আঘাতে ইন্দোনেশিয়ায় সার্ফারের মৃত্যু
সার্ফিং করার সময় সোর্ডফিশের আঘাতে মারা গেছেন জিউলিয়া মানফ্রিন নামের এক ইতালিয়ান নাগরিক। গত শুক্রবার ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রার মেনতাওয়াই আইল্যনান্ডস রিজেন্সিতে এই ঘটনা ঘটে। খবর বিবিসির।
মূলত সোর্ডফিশটি জিউলিয়ার বুকে আঘাত করে। এক্ষেত্রে পাশে থাকা দুই ব্যক্তি তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করেছিলেন। পরবর্তীতে তাকে একটি মেডিকেল সেন্টারেও নিয়ে যাওয়া হয়েছিল।
মেনতাওয়াই আইল্যান্ডস রিজেন্সির ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সির ভারপ্রাপ্ত প্রধান লাহমুদিন সিরেগার বলেন, "দক্ষিণ-পশ্চিম সাইবেরুত অঞ্চলের প্রধানের কাছ থেকে আমরা যে তথ্য পেয়েছি যে, সার্ফিং করার সময় একজন ইতালীয় নাগরিকের সাথে দুর্ঘটনা ঘটেছে। দুর্ভাগ্যজনকভাবে একটি সোর্ডফিশ জিউলিয়ার দিকে ঝাঁপিয়ে পড়ে এবং তার বুকের ডানপাশে বিঁধে যায়।"
ম্যানফ্রিনির ট্রাভেল এজেন্সি পার্টনার জেমস কোলস্টোন বলেন, "তিনি এমন কিছু করতে গিয়েই মারা গেলেন যেটা তিনি ভালোবাসতেন। এমন জায়গায়ই মারা গেলেন যেখানে তিনি উপভোগ করতেন।"
জিউলিয়ার নিজ শহর ভেনারিয়া রিয়েলের মেয়র ফ্যাবিও গিউলিভি বলেছেন, "তার মৃত্যুর খবর আমাদের হতবাক করেছে। এমন ট্র্যাজেডির সামনে আমরা যে কতটা শক্তিহীন, সেটি বুঝিয়েছে। ফলে তার জীবন এত অকালে ঝড়ে গেছে।"
পূর্ববর্তী গবেষণা থেকে দেখা যায়, মানুষের ওপর সোর্ডফিশের আক্রমণের ঘটনা বেশ বিরল। কিন্তু এমনটা হলে সেটি বেশ বিপজ্জনক হতে পারে।
অনুবাদ: মোঃ রাফিজ খান