রুশ ভাষায় সামরিক কমান্ড শিখছে উ. কোরীয় সেনারা, ফ্রন্টলাইনে পাঠানোর সম্ভাবনা
রুশ ভাষায় সামরিক নির্দেশনা বা কম্যান্ড নেওয়ার প্রাথমিক প্রশিক্ষণ লাভ করেছে রাশিয়ার পূর্বাঞ্চলে আসা উ. কোরিয় সেনারা, এখন তাঁদের মস্কো ফ্রন্টলাইনে পাঠাবে এমন সম্ভাবনা রয়েছে।
দ. কোরিয়ার গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে আজ মঙ্গলবার সাংবাদিকদের একথা বলেছেন দেশটির আইনপ্রণেতারা।
পেন্টাগনের হিসাবে, অন্তত ১০ হাজার উ. কোরীয় সেনা পূর্ব রাশিয়ায় সামরিক প্রশিক্ষণ নিচ্ছে। গত সোমবার এই তথ্য জানায় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর। এর আগে মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউস এই সংখ্যা ৩ হাজারের মতো হতে পারে বলে জানিয়েছিল।
উ. কোরিয়ার সাথে চিরবৈরীতার সম্পর্ক পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা ও ঘনিষ্ঠ পশ্চিমা মিত্র দ. কোরিয়ায়। এই অবস্থায়, দক্ষিণের জাতীয় গোয়েন্দা সার্ভিস (এনআইএস) জানিয়েছে, উচ্চপদস্থ সামরিক অফিসারসহ বেশকিছু উ. কোরীয় সেনা ফ্রন্টলাইনের দিকে যাচ্ছে। মঙ্গলবার একথা জানান, দ. কোরিয়ায় দুই আইনপ্রণেতা লি সিউং-কুয়েন এবং পার্ক সুন-উন। পার্লামেন্টের গোয়েন্দা কমিটির এক রুদ্ধদ্বার বৈঠকে এনআইএস তাঁদের এ তথ্য জানিয়েছে।
গোয়েন্দা সূত্রের বরাতে তাঁরা জানান, রুশ ভাষায় প্রায় ১০০ ধরনের মৌলিক সামরিক নির্দেশ শেখানো হচ্ছে উ. কোরীয় সেনাদের। এরমধ্যে 'গুলি করো' (ফায়ার) বা 'পজিশন নাও' এমন সাধারণ নির্দেশনাগুলো শিখছে তাঁরা।
তবে উ. কোরীয় সেনারা রুশ ভাষায় যোগাযোগ করতে মুশকিলে পড়েছে নাকি সহজেই তা রপ্ত করছে– সেবিষয়ে জানা যায়নি বলে এই আইনপ্রণেতারা জানিয়েছেন।
মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, সাম্প্রতিক সময়ে স্বৈরশাসক কিম জোন উনের নিরাপত্তা জোরদার করাসহ রাশিয়ায় দেশটির সেনা মোতায়েনের যেকোনো তথ্য ফাঁস হয়ে যাওয়া কঠোর পদক্ষেপ নিয়েছে উ. কোরিয়া।
এরই অংশ হিসেবে রাশিয়ায় থাকা উ. কোরীয় সেনা কর্মকর্তাদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। আর সেখানে পাঠানো সেনাদের পরিবারকে বলা হয়েছে, সামরিক প্রশিক্ষণে অংশ নিতে সেখানে তাঁরা গেছেন। অবশ্য এত সতর্কতার পরেও রাশিয়ায় উ. কোরীয় সেনাদের অবস্থানের তথ্য ফাঁস হয়ে যায়। এতে উ. কোরিয়ায় কিছু এলাকায় বিক্ষোভও হয়। এমন তথ্যও দেন দ. কোরিয়ার আইনপ্রণেতারা।