রাশিয়ার হয়ে যুদ্ধ করতে কত টাকা পাবেন উত্তর কোরিয়ার সৈন্যরা? গোয়েন্দা প্রতিবেদন যা জানাল
রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে লড়াই করা উত্তর কোরিয়ার সৈন্যদের মাসে প্রায় ২ হাজার ডলার দেওয়া হবে বলে দক্ষিণ কোরিয়ার একটি গোয়েন্দা প্রতিবেদন জানিয়েছে।
দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা জানিয়েছে, কমপক্ষে ১০ হাজার উত্তর কোরিয়ার সৈন্যকে ইউক্রেনে যুদ্ধ করার জন্য মোতায়েন করা হতে পারে।
এছাড়া, প্রায় ৪ হাজার উত্তর কোরিয়ার শ্রমিক বর্তমানে রাশিয়ায় রয়েছেন। তারা প্রতি মাসে প্রায় ৮০০ ডলার উপার্জন করছেন বলে দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম দ্য কোরিয়া হেরাল্ড জানিয়েছে।
উত্তর কোরিয়ার শস্য ঘাটতির জন্য রাশিয়া পিয়ংইয়ং-এ চালের রপ্তানি উল্লেখযোগ্যভাবে বাড়াবে বলে আশা করা হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়, মস্কো প্রতি বছর ৬ লাখ থেকে ৭ক লাখ টন চাল পাঠাতে পারে। পূর্ববর্তী ৫০ হাজার থেকে ১ লাখ টনের তুলনায় এটি একটি বড় বৃদ্ধি।
প্রতিবেদনে আরও বলা হয়, "উত্তর কোরিয়া এবং রাশিয়ার মধ্যকার সামরিক সহযোগিতা যুদ্ধের পরও অব্যাহত থাকবে। পরস্পরকে রক্ষা করার চুক্তির অধীনে, যদি কোনো একটি পক্ষ আক্রান্ত হয়, তাহলে অন্য পক্ষ তাৎক্ষণিক সামরিক সহায়তা দেওয়ার জন্য সম্মত হয়েছে। চুক্তি অনুযায়ী, সামরিক সহায়তা দেওয়া বাধ্যতামূলক।"
ডিফেন্স এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, ইউকে ডিফেন্স ইন্টেলিজেন্স [যুক্তরাজ্যের প্রতিরক্ষা গোয়েন্দা] ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ কৌশলের অংশ হিসেবে উত্তর কোরিয়ার সৈন্য মোতায়েনের সম্ভাব্য প্রভাবগুলো বিশ্লেষণ করেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, উত্তর কোরিয়ার সৈন্যদের সীমান্তের কাছে মোতায়েন করার মাধ্যমে দক্ষিণ কোরিয়ার ইউক্রেনের প্রতি সহায়তা বাড়ানোর সম্ভাবনা দেখা দিয়েছে।