এ বছর এখনও তুষারপাত হয়নি ফুজি পর্বতে, ১৩০ বছরের রেকর্ড
এ বছর এখনও এখনও তুষারপাত হয়নি জাপানের ফুজি পর্বতে। রেকর্ড রাখতে শুরু হওয়ার পর গত ১৩০ বছরে এর আগে আর কখনও এত দীর্ঘ সময় তুষারবিহীন অবস্থায় থাকেনি মাউন্ট ফুজি। খবর বিবিসির।
জাপানের সর্বোচ্চ এই পর্বতের চূড়া সাধারণত অক্টোবরের শুরুতেই তুষারে ছেয়ে যায়। কিন্তু অস্বাভাবিক উষ্ণ আবহাওয়ার কারণে এ বছর এখন পর্যন্ত পর্বতটিতে কোনো তুষারপাত হয়নি।
এফপির প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে মাউন্ট ফুজির চূড়ায় প্রথম মতো তুষার দেখা গিয়েছিল ৫ অক্টোবর।
জাপানে চলতি বছর রেকর্ড উষ্ণ গ্রীষ্মকাল গেছে। জুন থেকে আগস্ট পর্যন্ত দেশটিতে তাপমাত্রা গড়ের চেয়ে ১.৭৬ ডিগ্রি সেলসিয়াস (৩.১ ডিগ্রি ফারেনহাইট) বেশি ছিল। সাব-ট্রপিক্যাল জেট স্ট্রিম বেশি উত্তরে থাকায় উষ্ণ দক্ষিণা বাতাস প্রবাহিত হওয়ায় সেপ্টেম্বরেও তাপমাত্রা প্রত্যাশার তুলনায় বেশি ছিল।
জেট স্ট্রিম হলো পৃথিবীজুড়ে চলাচলকারী দ্রুতগতিতে প্রবাহিত বাতাস। দক্ষিণের উষ্ণ বাতাস যখন উত্তর থেকে শীতল বাতাসের সঙ্গে মিলিত হয়, তখন এটি ঘটে।
জাপানের আবহাওয়া সংস্থার হিসাব অনুযায়ী, গত মাসে প্রায় ১ হাজার ৫০০ স্থান 'তীব্র গরম' দিন দেখেছে। এসব স্থানে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস (৯৫ ডিগ্রি ফারেনহাইট) বা তার বেশি ছিল।
বৃষ্টিকে তুষারে পরিণত হতে হলে তাপমাত্রা প্রায় হিমাঙ্কের কাছাকাছি থাকতে হয়। অক্টোবরে জাপানের তাপমাত্রা কিছুটা কমলেও গড়ের তুলনায় উষ্ণ মাস গেছে।
১৮৯৪ সালে রেকর্ড রাখতে শুরু করার পর মাউন্ট ফুজির সবচেয়ে দীর্ঘ সময় তুষারপাতবিহীন থাকার ঘটনা এটি।
এএফপির তথ্যানুসারে, ফুজি পর্বত তুষারহীন থাকার এর আগের রেকর্ডটি ছিল ২৬ অক্টোবর পর্যন্ত—যা ঘটেছে দুইবার, ১৯৫৫ ও ২০১৬ সালে।
টোকিওর দক্ষিণ-পশ্চিমে ফুজি পর্বত জাপানের সর্বোচ্চ পর্বত। এর উচ্চতা ৩ হাজার ৭৭৬ মিটার।
এই আগ্নেয়গিরিতে সর্বশেষ ৩০০ বছরেরও বেশি সময় আগে অগ্ন্যুৎপাত হয়েছিল।
গত বছর জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে ২২ হাজারের বেশি মানুষ এই পর্বতশিখরে আরোহণ করেন।