রাতে ঘুরতে বেরিয়ে গুরুত্বপূর্ণ ফাইল হারালেন জাপানি মন্ত্রণালয়ের কর্মী!
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2025/02/11/images-ezgif.com-webp-to-jpg-converter.jpg)
সহকর্মীদের সঙ্গে রাতে বাইরে ঘুরতে বেরিয়ে গুরুত্বপূর্ণ কিছু ফাইল হারিয়ে ফেলেছেন জাপানের অর্থ মন্ত্রণালয়ের এক কর্মী। এসব ফাইলে মাদক পাচারের অভিযোগ অভিযুক্ত ১৮৭ জনের ব্যক্তিগত তথ্য ছিল বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। খবর বিবিসির
গত ৬ ফেব্রুয়ারি রাতে ওই ব্যক্তি ইয়োকোহামায় টানা পাঁচ ঘণ্টা সহকর্মীদের সঙ্গে ঘুরে বেড়ান। এসময় তিনি ৯ গ্লাস বিয়ার পান করেন।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, সহকর্মীদের সঙ্গে আড্ডা দেওয়া শেষে তিনি বাড়ির উদ্দেশে রওনা হন। তিনি তার বসবাস করা শহর সুমিদাতে পৌঁছে ট্রেন থেকে নামার পর ব্যাগ হারিয়ে ফেলার ব্যাপারটি বুঝতে পারেন।
রাষ্ট্রীয় গণমাধ্যম এনএইচকে জানিয়েছে, দেশটির অর্থ মন্ত্রণালয় বলেছে, জনগণের আস্থা ক্ষুণ্ন হওয়ায় তারা 'গভীরভাবে দুঃখিত'।
মন্ত্রণালয় জানিয়েছে, ওই ব্যাগে ১৮৭ জন সন্দেহভাজন মাদক চোরাকারবারির নাম ও ঠিকানা ছিল। এছাড়াও, এতে ওই কর্মীর ব্যবসায়িক কাজে ব্যবহৃত ল্যাপটপও ছিল, যার মধ্যে ওই কর্মীর ব্যক্তিগত তথ্য ছিল।
কাস্টম অ্যান্ড ট্যারিফ ব্যুরোতে নিযুক্ত ওই কর্মীর নাম এনএইচকের প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
মন্তব্যের জন্য অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে বিবিসি।
জাপানে হাজার বছর ধরে মদ্যপান সামাজিক সম্পর্ক স্থাপনের একটি মাধ্যম হিসেবে চলে আসছে। ব্যবসায়িক চুক্তি এবং জটিল আলোচনার সময় তারা বিয়ার এবং অন্যান্য মদের বোতল হাতে আলোচনা করে থাকে।
মদ্যপান এসব আলোচনা করার জন্য স্বাভাবিক ও শিথিল পরিবেশ তৈরি করে বলে মনে করা হয়।