আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলায় ভারতের দুঃখপ্রকাশ, নিরাপত্তা বাড়ানোর ঘোষণা
ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় দুঃখপ্রকাশ করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ঘটনার পর নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনসহ সারা ভারতে বাংলাদেশর উপ ও সহকারী হাইকমিশনগুলোর নিরাপত্তা বাড়ানোর ঘোষণা দিয়েছে ভারত সরকার। খবর হিন্দুস্তান টাইমস ও টাইমস নাউ-এর।
এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, 'আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক। কূটনৈতিক ও কনস্যুলার প্রাঙ্গণকে কোনো অবস্থাতেই লক্ষ্যবস্তু করা উচিত নয়। নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং সারাদেশে বাংলাদেশের উপ ও সহকারী হাইকমিশনগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য সরকার ব্যবস্থা নিচ্ছে।'
ত্রিপুরার আগরতলায় ডানপন্থী সংগঠন 'হিন্দু সংঘর্ষ সমিতি'র উদ্যোগে একদল বিক্ষোভকারীরা সোমবার (২ ডিসেম্বর) বাংলাদেশ সহকারী হাইকমিশনের ভেতরে প্রবেশ করেন। এ সংগঠনটি বিশ্ব হিন্দু পরিষদের সঙ্গে সম্পর্কিত।
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী আটক করার প্রতিবাদেই এ বিক্ষোভের আয়োজন করা হয় বলে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সহকারী হাইকমিশনে প্রবেশের পর বিক্ষোভকারীরা স্মারকলিপি জমা দেওয়ার চেষ্টা করেন।
এ সময় এক বিক্ষোভকারী বলেন, 'হিন্দু নেতা ও ইসকন-সদস্য চিন্ময় দাস প্রভুকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বেআইনিভাবে আটক করা হয়েছে। শুনেছি তাকে খাবার পর্যন্ত দেওয়া হয়নি। এটি সম্পূর্ণ অমানবিক।
'আমরা অবিলম্বে তার মুক্তি দাবি করছি। হিন্দু হিসেবে আমরা বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের ওপর নির্যাতন মানতে পারি না।'
এদিকে এ হামলার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে নিজের পেইজ থেকে এক পোস্টে তিনি বিক্ষোভের ডাক দেন।
'ভারতের আগরতলাস্থ বাংলাদেশ উপ-হাই কমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল। সময়: রাত ৯টা; স্থান: রাজু ভাস্কর্য,' লেখেন তিনি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এর আগে বলেছিলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বিষয়টি ভারত বারবার তুলে ধরেছে।
তিনি বলেন, 'এ ধরনের ঘটনা নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এগুলোকে শুধুমাত্র গণমাধ্যমের অতিরঞ্জন বলে এড়িয়ে যাওয়া যাবে না।'
এছাড়া দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় চিন্ময় কৃষ্ণ দাসের মামলা নিয়ে সুষ্ঠু ও স্বচ্ছ বিচার প্রক্রিয়া নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। মুখপাত্র বলেন, 'আমরা আশা করি, চলমান আইনি প্রক্রিয়াগুলো ন্যায়বিচারের মাধ্যমে পরিচালিত হবে।'