এবার আরেক মেয়ের শ্বশুরকে নিজের প্রশাসনে মনোনয়ন দিলেন ট্রাম্প
মেয়ে টিফানি ট্রাম্পের শ্বশুর, লেবানিজ বংশোদ্ভূত মার্কিন ব্যবসায়ী মাসাদ বোলোসকে আরব ও মধ্যপ্রাচ্য বিষয়ক উপদেষ্টা হিসাবে নিয়োগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর বিবিসি'র।
মাসাদ বোলোস এর ছেলে মাইকেল, ট্রাম্পের মেয়ে টিফানির স্বামী। মানে সম্পর্কে ট্রাম্পের বেয়াই। আর এর মধ্য দিয়েই নিজের প্রশাসনে আত্মীয়দের থেকে দ্বিতীয় মনোনয়ন দিলেন ট্রাম্প।
এর আগে ইভানকা ট্রাম্পের শ্বশুর চার্লস কুশনারকে ফ্রান্সের রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেন তিনি।
ট্রাম্প ক্যাম্পেইনে আরব আমেরিকান ও মুসলিম ভোটারদের আকৃষ্ট করতে বোলোস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ইসরায়েল-গাজা যুদ্ধ নিয়ে বাইডেন প্রশাসনের প্রতি অসন্তোষের কারণে এই ভোটারদের অনেকেই ট্রাম্পের প্রতি সমর্থন জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়োগের ঘোষণা দিয়ে ট্রাম্প বলেন, বোলোস আরব আমেরিকান সম্প্রদায়ের সঙ্গে 'দারুণ নতুন জোট গঠনে' সহায়ক ভূমিকা পালন করেছেন। তিনি আরও যোগ করেন, বোলোস দীর্ঘদিন ধরে রিপাবলিকান ও রক্ষণশীল মূল্যবোধের প্রবক্তা।
ক্যাম্পেইনে বোলোস ট্রাম্পের মধ্যপ্রাচ্যে শান্তি পুনঃস্থাপনের প্রতিশ্রুতি তুলে ধরেন। তিনি বলেন, 'হোয়াইট হাউসে একজন শক্তিশালী প্রেসিডেন্ট থাকলে এসব গণহত্যা হতো না।'
লেবাননে জন্ম নেয়া বোলোস দেশটির বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন। তিনি জুন মাসে সংবাদমাধ্যম এপি-কে বলেন, তিনি খ্রিষ্টান লেবানিজ রাজনীতিবিদ ও হিজবুল্লাহ-সমর্থিত নেতা স্লেইমান ফ্রানজিয়েহর বন্ধু।
তিনি মধ্যপ্রাচ্যের নেতাদের সঙ্গে যোগাযোগের অঘোষিত দূত হিসেবেও কাজ করেছেন। সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের সময় তিনি ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে তিনি ইসরায়েল-গাজা যুদ্ধ ও অন্যান্য সংঘাতের সমাপ্তি নিয়ে ট্রাম্পের ইচ্ছা প্রকাশ করেন।
টেক্সাসে কৈশোরকাল কাটানো বোলোস হিউস্টন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেন। তিনি পরিবারের মালিকানাধীন একটি বিলিয়ন ডলারের ব্যবসার সঙ্গে যুক্ত, যা পশ্চিম আফ্রিকায় মোটরগাড়ি ও যন্ত্রপাতি সরবরাহ করে থাকে।
ট্রাম্প প্রশাসনের অন্যান্য নিয়োগের মতো নয়, বোলোসের এই উপদেষ্টা পদে মার্কিন সিনেটের অনুমোদন প্রয়োজন নেই।