বাংলাদেশিদের আতিথ্য দেবে না আসামের বরাক ভ্যালির কোনো হোটেল
আসামের বরাক ভ্যালির হোটেল ও রেস্তোরাঁ মালিকরা জানিয়েছেন, বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর নির্যাতন বন্ধ না হওয়া পর্যন্ত তারা কোনো বাংলাদেশি নাগরিককে আতিথ্য দেবেন না।
বরাক ভ্যালি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি বাবুল রাই শুক্রবার (৬ ডিসেম্বর) সাংবাদিকদের বলেন, 'বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। আমরা এই বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারি না। তাই আমরা বরাক ভ্যালির তিন জেলায় বাংলাদেশের কোনো নাগরিককে আতিথ্য না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এটি আমাদের প্রতিবাদের মাধ্যম।'
তিনি আরও বলেন, 'বাংলাদেশের জনগণের অবশ্যই দেশটিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে। পরিস্থিতির উন্নতি হলে আমরা এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারি।'
এর কিছুদিন আগে, বরাক ভ্যালির শিলচরে চলমান এক গ্লোবাল এক্সপোতে বাংলাদেশি পণ্য বিক্রির জন্য স্থাপিত দুটি স্টল বন্ধের দাবি জানিয়েছিল বজরং দল। আয়োজকরা তাদের এই দাবি মেনে নেয়।
এছাড়াও বজরং দলের প্রতিবাদকারীরা শিলচরের বাংলাদেশ ভিসা কেন্দ্রে গিয়ে সাইনবোর্ড থেকে 'বাংলাদেশ' শব্দটি মুছে ফেলার দাবি তুলেছিল।
বরাক ভ্যালি আসামের কাছাড়, শ্রীভূমি (পূর্বের করিমগঞ্জ) এবং হাইলাকান্দি এই তিন জেলা নিয়ে গঠিত। এই অঞ্চলের সাথে বাংলাদেশের সিলেট বিভাগের ১২৯ কিলোমিটার সীমান্ত রয়েছে।