কোয়াড সামিটের জন্য ট্রাম্পকে ভারতে আমন্ত্রণ জানালেন মোদি
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2025/02/08/modi_trump.jpg)
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র সফরে গিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আসন্ন কোয়াড নেতাদের সম্মেলনের জন্য ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
কোয়াড বা কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ (কোয়াড) হলো ভারত, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও জাপানের একটি কৌশলগত জোট। এটি মূলত ২০০৪ সালে ভারত মহাসাগরে সুনামির পর মানবিক ও দুর্যোগ সহায়তা প্রদানের জন্য চার দেশের মধ্যে শিথিল অংশীদারিত্ব হিসেবে গড়ে ওঠে। ২০২৪ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কোয়াড নেতাদের শীর্ষ সম্মেলন আয়োজন করেছিলেন।
এক যৌথ বিবৃতিতে উভয় নেতা কোয়াড এবং ইন্দো–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। আলোচনায়, প্রতিরক্ষা, জ্বালানি এবং গুরুত্বপূর্ণ প্রযুক্তিসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কৌশলগত সম্পর্ক আরও বিস্তৃত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেন দুই নেতা।
মোদি 'এক্স' (সাবেক টুইটার)-এ এক পোস্টে বৈঠককে 'চমৎকার' বলে অভিহিত করেন এবং লেখেন, 'আমাদের আলোচনা ভারত-যুক্তরাষ্ট্র বন্ধুত্বের গতিকে আরও বেগবান করবে!'
এছাড়া, মোদি ও ট্রাম্প 'ইন্ডিয়ান ওশান স্ট্র্যাটেজিক ভেঞ্চার' নামে একটি নতুন দ্বিপাক্ষিক ফোরামের উদ্বোধন করেন, যা অর্থনৈতিক সংযোগ ও বাণিজ্যে সমন্বিত বিনিয়োগকে এগিয়ে নিতে কাজ করবে।
যৌথ বিবৃতিতে আরও বলা হয়, ভারত ও যুক্তরাষ্ট্র পশ্চিম ভারত মহাসাগর, মধ্যপ্রাচ্য ও ইন্দো–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সম্পর্ক, বাণিজ্য ও সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে নতুন প্লুরিল্যাটারাল অংশীদারিত্ব গড়ে তুলতে চায়। এই অংশীদারিত্বের আওতায় প্রতিরক্ষা, প্রযুক্তি, জ্বালানি ও গুরুত্বপূর্ণ খনিজের ক্ষেত্রে সহযোগিতা জোরদার করা হবে।