রেলের টিকিটের জন্য কমলাপুরে যাত্রীদের দীর্ঘ সারি
পবিত্র ইদুল আযহার অগ্রীম টিকিটের জন্য কমলাপুর রেলস্টেশনে দীর্ঘ সারিতে অপেক্ষা করছে মানুষ।
গত রাত থেকেই টিকিট পেতে যাত্রীরা ভিড় করতে শুরু করে।
ঈদ-উল-ফিতরের ছুটিকে সামনে রেখে দেশের বিভিন্ন রুটের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।
শুক্রবার সকাল ৮টা থেকে ঢাকার কমলাপুর, বিমানবন্দর, তেজগাঁও ও ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে ৫ জুলাইয়ের টিকিট বিক্রি শুরু হয়; চলবে বিকেল ৪টা পর্যন্ত।
মাহমুদুল হাসান, যাবেন সিরাজগঞ্জ। ফজরের পর থেকেই লাইনে দাঁড়িয়ে আছেন টিকিটের জন্য।
তিনি বলেন, "আমি ৩ তারিখের অগ্রীম টিকিটের জন্য লাইনে দাঁড়িয়ে আছি। সকাল ৮টার সময় টিকিট দেওয়া শুরু হবে।"
আরেক যাত্রী রফিকুল ইসলাম ৫ তারিখ নীলফামারির নীলসাগর ট্রেনের টিকিটের জন্য গত রাত ৭ টা থেকে লাইনে দাঁড়িয়েছেন।
তিনি বলেন, "আমি গত সারারাত স্টেশনে আছি। তারপরও বহু মানুষের সিরিয়ালে পড়ে গেছি।"
এছাড়া, অনলাইনে চেষ্টা করেও অনেকে টিকিট পাননি। তারাও এসে দাঁড়িয়েছেন এই লাইনে।
এমনই একজন শারমিন স্নিগ্ধা। বলেন, "আমি সকাল সাড়ে ৬টা থেকে লাইনে অপেক্ষা করছি। এখন সকাল সোয়া ৮টা বাজে এবং এখনও একই জায়গায় দাঁড়িয়ে আছি।"
কেন অনলাইনে টিকিট বুক করেননি এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, "গত ঈদে আমার একটি ভয়ানক অভিজ্ঞতা হয়েছিল।
আমি এই সিস্টেমকে বিশ্বাস করি না। তারপরও আমি লাইনে দাঁড়িয়ে অনলাইনে টিকিট বুক করার চেষ্টা করেছি।"
ঘণ্টার পর ঘণ্টা চেষ্টা করেও তিনি অনলাইনে টিকিট কিনতে ব্যর্থ হয়েছেন বলে জানান।
সকাল সাড়ে তিনটা থেকে লাইনে দাঁড়িয়ে ছিলেন আরেক টিকিটপ্রার্থী মিলি।
"লাইনে প্রথম ১০ জনের মধ্যে আমি ছিলাম। কিন্তু সকালে ধাক্কাধাক্কি শুরু হলে আমি পিছিয়ে পড়ি," অভিযোগ করেন তিনি।
হতাশ হয়ে মিলি টিকিট না কিনেই স্টেশন থেকে চলে যান।