কারনেট গাড়ির নিলাম: বিক্রি হলো ৩৪টি বিলাসবহুল গাড়ি
কারনেট ডি প্যাসেজ সুবিধায় আসা ১০৮টি গাড়ির নিলামে এবার ৩৪টি গাড়ি বিক্রি করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। মার্সিডিজ, বিএমডব্লিউ, জাগুয়ার, টয়োটা ল্যান্ড ক্রুজার, রেঞ্জ রোভার, মিতসুবিশি, ফোর্ড, লেক্সাস ব্রান্ডের এসব গাড়ি বিক্রি হয়েছে ৯ কোটি ২৮ লাখ ২ হাজার ২০০ টাকায়।
বৃহস্পতিবার (৭ জুলাই) চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার আলী রেজা হায়দার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।
কাস্টমস সূত্র জানায়, নিলামে বিক্রি হওয়া গাড়িগুলোর মধ্যে সর্বোচ্চ বিড মূল্য ছিল ৬১ লাখ ১৫ হাজার ৭০০ টাকা। নিলাম দরের সাথে ১০ শতাংশ অগ্রিম কর এবং ৭ শতাংশ মূল্য সংযোজন কর পরিশোধ করতে হবে। কর খাতে ১ কোটি ৬২ লাখ ৪০ হাজার ৩৮৫ টাকা পরিশোধ করতে হবে ক্রেতাদের। গাড়ির দাম এবং কর সহ প্রতিটি গাড়ির গড় মূল্য ৩২ লাখ ৭ হাজার ১৩৫ টাকা।
চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার আলী রেজা হায়দার বলেন, ৫ জুলাই ৩৪টি গাড়ির বিক্রয় আদেশ জারি করা হয়েছে। সর্বোচ্চ দরদাতার অনুকূলে ৬ জুলাই ডেলিভারি অর্ডার (ডিও) জারি করা হয়েছে। এর আগে গত ২৭ জুন অনুষ্ঠিত নিলাম কমিটির সভায় ৩৪টি গাড়ির নিলাম অনুমোদন করা হয়। বাকি ৭৪টি গাড়ির পুনরায় নিলামের সুপারিশ করা হয়।
কাস্টমসের তথ্য অনুযায়ী, কারনেট ডি প্যাসেজ সুবিধার আওতায় ২০০৮ থেকে ২০১২ সালের মধ্যে ৩৬৯টি বিলাসবহুল গাড়ি চট্টগ্রাম বন্দরে আনা হয়। ২০১৩ সালের মধ্যে ২৪৯টি গাড়ি চট্টগ্রাম বন্দর থেকে খালাস দেওয়া হয়েছিল।