পাকিস্তানের বিখ্যাত লম্বা কানের ছাগল 'সিম্বা' যেভাবে তারকা বনে গেল!
ডাম্বো নামের কার্টুনের সেই বড় কানওয়ালা হাতিটার কথা নিশ্চয়ই মনে আছে? শুধুমাত্র বিশালাকার কানের জন্য যেমন খ্যাতি পেয়েছিল ডাম্বো, তেমনি তাকে সার্কাসের স্টান্ট পারফর্ম করতেও বাধ্য করা হয়েছিল। কিন্তু লম্বা কানের জন্য খ্যাতি পাওয়া প্রাণীর তালিকায় এখন শুধু ডাম্বোই থাকছে না, যুক্ত হয়েছে পাকিস্তানের বিখ্যাত একটি ছাগল 'সিম্বা'। ২১ ইঞ্চি লম্বা দুই কানের অধিকারী এই বাচ্চা ছাগলটি ইতোমধ্যেই দেশ-বিদেশে ব্যাপক নামডাক পেয়ে গেছে তার শারীরিক বৈশিষ্ট্যের কারণে।
কিন্তু এখন সময় বদলেছে। ডাম্বো হাতির মতো সিম্বাকে আর কোনো দুর্ভোগ পোহাতে হচ্ছে না, বরং ছাগলটি এখন রীতিমতো তারকা! প্রাণীদের জন্য আয়োজিত সৌন্দর্য্য প্রতিযোগিতা জেতার পাশাপাশি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম লেখানোর দ্বারপ্রান্তে চলে এসেছে সিম্বা।
সিম্বার মালিক মোহাম্মদ হাসান নারেজো জানিয়েছেন, 'সর্বকালের সেরা ছাগল' হিসেবে গিনেস বিশ্বরেকর্ডে নাম লেখানোর কাছকাছি চলে এসেছে তার আদরের সিম্বা। তবে 'সবচেয়ে লম্বা কানের ছাগল' নামক কোনো শাখা গিনেস বিশ্বরেকর্ডের না থাকায়, সিম্বাই সবচেয়ে লম্বা কানের অধিকারী ছাগল কিনা তা স্পষ্ট নয়।
তবে বিশ্বের সবচেয়ে লম্বা কানের অধিকারী ছাগলের আনুষ্ঠানিক স্বীকৃতি পাক বা না পাক, সিম্বা ইতোমধ্যেই পাকিস্তানের সোশ্যাল মিডিয়ায় বিশেষ এক তারকা! তার দশাসই দুটি কানসহ ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়তেই খ্যাতি লাভ করতে শুরু করে সিম্বা।
কিন্তু সিম্বার তারকাখ্যাতির পাশপাশি তার মধ্যে আরো কিছু বিশেষ শারীরিক বৈশিষ্ট্য রয়েছে যা তার নিজের জন্যেই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই যেমন- অতিরিক্ত লম্বা কান থাকায় কোনো জায়গায় আনা-নেওয়ার সময় দুর্ঘটনার শিকার হতে পারে সিম্বা। তাই বাধ্য হয়ে নারেজো সিম্বার লম্বা কান দুটিকে ভাজ করে তার পিঠের সাথে আটকে রাখেন। শুধু তাই নয়, সিম্বার কান রক্ষা করতে নিজে নকশা করে দুটি বিশেষ ধরনের বর্ম তৈরি করেছেন নারেজো।
নারেজোর আরেকটি চিন্তার কারণ হলো তার প্রতিদ্বন্দ্বী ব্রিডাররা। সিম্বার খ্যাতি দেখে প্রলুব্ধ হয়ে তারা ছাগলটির ক্ষতি করতে পারে বলে শঙ্কায় থাকেন নারেজো। সিম্বাকে বিপদ-আপদ থেকে রক্ষা করতে ধর্মীয় ও প্রথাগত রীতি-নীতি অনুযায়ী প্রার্থনা করেন তিনি।
নারেজো বলেন, "আমরা কুরআন এর আয়াত পড়ে সিম্বাকে ফুঁ দেই তাকে কুনজর থেকে দূরে রাখতে।"
তবে সিম্বাকে নিয়ে ভবিষ্যতে আরো উচ্চাকাঙ্ক্ষী চিন্তা রয়েছে নারেজোর। তিনি সিম্বাকে এমনভাবে বড় করতে চান যেন ছাগল উৎপাদনে সেরা দেশ হিসেবে পাকিস্তানের ভাবমূর্তি প্রতিষ্ঠিত হয়। নারেজো বলেন, "সিম্বার পাকিস্তানের নাম যেন সারা বিশ্বে ছড়িয়ে পড়ে, এটাই আমার ইচ্ছা।"
সূত্র: বিবিসি