মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেফতারের পর ছাড়া পেলেন গায়ক জাস্টিন টিম্বারলেক
মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেফতার হয়েছিলেন মার্কিন পপ তারকা ও অভিনেতা জাস্টিন টিম্বারলেক। গতকাল (সোমবার) রাতে নিউ ইয়র্কের স্যাগ হার্বারে পুলিশি হেফাজতে নেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
জানা যায়, ঐ এলাকার একটি হোটেলে বন্ধুর সঙ্গে দেখা করতে যান গায়ক টিম্বারলেক। রাত সাড়ে ১২টা নাগাদ তিনি নিজ বাড়ির উদ্দেশে রওনা হন।
এক্ষেত্রে পুলিশ জানায়, গাড়ি চালানোর সময় ট্র্যাফিক আইন ভঙ্গ করে টিম্বারলেক। আর তাতেই ঘটে বিপত্তি। ৪৩ বছর বয়সি এই তারকার ২০২৫ বিএমডব্লিউ মডেলের গাড়িটি তখন পুলিশের নজরে আসে।
আদালতের রেকর্ডে অভিযোগ করা হয়, টিম্বারলেকের মুখ থেকে অ্যালকোহলযুক্ত পানীয়ের তীব্র গন্ধ ছিল। এই তারকা ভালোভাবে কথা বলতে পারছিলেন না।
টিম্বারলেককে অবশ্য জামিন ছাড়াই মুক্তি দেওয়া হয়েছে। সাফোল্ক কাউন্টি জেলা অ্যাটর্নির অফিস সিএনএনকে জানায়, তারকার আদালতে উপস্থিতির পরবর্তী দিন ২৬ জুলাই নির্ধারণ করা হয়েছে। সেদিন হয়তো তিনি ভার্চুয়ালি উপস্থিত হবেন।
টিম্বারলেক সম্প্রতি মুক্তিপ্রাপ্ত অ্যালবাম 'এভরিথিং আই থট ইট ওয়াজ' নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আগামী শুক্রবার শিকাগোতে ইউনাইটেড সেন্টারে এই তারকার পারফর্ম করার কথা রয়েছে।
২০১২ সালে টিম্বারলেক প্রযোজক ও অভিনেতা জেসিকা বিয়েলকে বিয়ে করেছিলেন। তাদের সিলাস (৯) ও ফিনিয়াস (৩) নামে দুই সন্তান রয়েছে।
অনুবাদ: মোঃ রাফিজ খান