পদ্মা সেতুতে গাড়ি থামিয়ে নিয়ম অমান্য করে সেলফি তুললেন ছাত্রলীগের শীর্ষ নেতারা
শনিবার (৯ জুলাই) কেন্দ্রীয় কমিটির সভাপতি আল-নাহিয়ান খান জয়সহ বাংলাদেশ ছাত্রলীগের (বিসিএল) শীর্ষ নেতাদের একটি ছবি ইন্টারনেটে ঝড় তুলেছে।
পদ্মা সেতুতে তাদের তোলা সেলফি শনিবার ছাত্রলীগ নেত্রী তিলোত্তমা সিকদার সামাজিক যোগাযোগের সাইট ফেসবুকে পোস্ট করেছেন। নবনির্মিত সেতু হয়ে বরিশাল যাওয়ার পথে ছবিটি তোলা হয়।
পদ্মা সেতুতে যেকোনো যানবাহন পার্কিং ও সেতুতে দাঁড়িয়ে ছবি তোলা নিষিদ্ধ করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ)।
নিয়মের সুস্পষ্ট লঙ্ঘন হওয়া সত্ত্বেও ছাত্রলীগ নেতাকর্মীরা গাড়ি থামিয়ে ছবি তোলেন।
সম্প্রতি ঈদুল আজহা উদযাপন করতে বরিশাল যাওয়ার পথে ছাত্রলীগের সভাপতি অন্যান্য নেতাকর্মীদের নিয়ে পদ্মা সেতু পরিদর্শন করেন।
ছাত্রলীগের কেন্দ্রীয় শাখার সহ-সভাপতি রাকিব হোসেন ও তিলোত্তমা সিকদার, ঢাকা উত্তর ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেন, সহ-সম্পাদক (প্রেস অ্যান্ড পাবলিকেশন্স) আমানুল্লাহ আমান সাগরসহ আরো কয়েকজনকে সেলফিতে দেখা যায়।
পার্টির কিছু কর্মী ছবিটি শেয়ার করলেও অনেকেই এই কাজের সমালোচনা করেন। তাদের অনুসারীরা এ থেকে কী শিখবেন সেই প্রশ্ন তোলেন তারা।