করোনাকে পুঁজি করে পণ্যের দাম বৃদ্ধি, ২৮ ব্যবসায়ীকে জরিমানা
করোনা ভাইরাসকে কেন্দ্র করে রাঙামাটি ও টাঙাইলের বিভিন্ন বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধির দায়ে ২৮ দোকানিকে অর্ধ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার সকাল ১০টার দিকে রাঙামাটি শহরের বনরূপা, তবলছড়ি ও রিজার্ভ বাজারে একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পল্লব হোম দাস, ইসলাম উদ্দিন ও অঞ্জন কুমার দাস।
অভিযানে দেখা যায়, ব্যবসায়ীরা দোকানের মূল্য তালিকা ছাড়া গ্রাহকদের কাছ থেকে ইচ্ছামতো প্রতিটি পণ্য থেকে দাম বাড়িয়ে নিচ্ছেন। ভ্রাম্যমাণ আদালত আসার খবর পেয়ে এসব দোকানের মালিকরা মূল্য তালিকা প্রদর্শণ ও দাম পরিবর্তন করেন।
জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) উত্তম কুমার দাশ বলেন, করোনাকে পুজি করে অসাধু ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে- এমন অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসকের নির্দেশে ভ্রাম্যমাণ আদালত বাজারে গিয়ে কিছু দোকানিকে হাতে নাতে ধরে অর্থদণ্ড দেন। এ অভিযান অব্যাহত থাকবে।
টাঙ্গাইলে ১৮ ব্যবসায়ীকে জরিমানা
টাঙ্গাইল সদরে ১৩ ব্যবসায়ীকে এক লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুখময় সরকার।
এছাড়া গোপালপুর উপজেলায় পাঁচ ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিকাশ বিশ্বাস।
শুক্রবার দুপুরে শহরের পার্ক বাজারে র্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণের সহযোগিতায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। টাঙ্গাইল শহরে দণ্ড প্রাপ্তদের মধ্যে নয়জন পেয়াজ ব্যবসায়ী ও একজন চাল ব্যবসায়ী। এরা হলেন- চাঁন মিয়া, আক্তার হোসেন, সোহেল মিয়া, গোবিন্দ সরকার, সবুজ মিয়া, হাসু মিয়া, আকমল হোসেন, জোয়াহের আলী, সেকান্দার হোসেন, সিদ্দিকুর রহমান, মোসলেম উদ্দিন, জাহাঙ্গীর হোসেন এবং আমিনুল ইসলাম। এদের ১০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হয়।