নবীকে নিয়ে ফেসবুক কমেন্টের জেরে নড়াইলে হিন্দু ধর্মাবলম্বীর বাড়িতে আগুন
হযরত মুহাম্মদ (স) কে নিয়ে ফেসবুকে কটূক্তিকর মন্তব্যের অভিযোগ উঠিয়ে নড়াইলের লোহাগড়া উপজেলায় শুক্রবার (১৫ জুলাই) দুপুরে এক হিন্দু যুবকের বাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ লোকেরা।
এরপর আকাশ সাহা নামের ঐ হিন্দু যুবক ও তার বাবা অশোক সাহাকে আটক করেছে পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) হারান চন্দ্র পাল।
আকাশ সাহা স্থানীয় নবডাঙ্গা ডিগ্রি কলেজের ছাত্র।
হারান পাল বলেন, "আকাশ সাহা নামের ওই ছাত্র বৃহস্পতিবার (১৪ জুলাই) ফেসবুকে একটি পোষ্টে হযরত মুহাম্মদ (সা.) কে গালি দিয়ে কমেন্ট করে। ফলে আজ বিকেলে এলাকার মানুষ তার বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা আকাশ সাহাদের বাড়ির একটি ঘরে আগুন ধরিয়ে দেয়।"
খবর পেয়ে ওই গ্রামে তাৎক্ষণিকভাবে পুলিশের একাধিক ইউনিট ও ঊর্ধ্বতন কর্মকর্তারা পৌঁছায় বলে জানান তিনি।
তিনি বলেন, "তাদের যে বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল, তা নেভানো সম্ভব হয়েছে। এখন আকাশ সাহা ও তার বাবাকে জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
এর আগে গত ১৮ জুন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বহিষ্কৃত মুখপাত্র নূপুর শর্মাকে সমর্থন করে এক হিন্দু শিক্ষার্থী ফেসবুকে পোস্ট দিয়েছেন- এমন অভিযোগ তুলে নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজে শিক্ষক স্বপন কুমার বিশ্বাসকে অপদস্থ করা হয়।
গুজব ছড়িয়ে দেওয়া হয় ওই শিক্ষার্থীর পক্ষ নিয়েছেন স্বপন কুমার।
পুলিশের সামনেই ঘটে পুরো ঘটনা।