খোলা মুদ্রাবাজারে ১০০ টাকা ছাড়িয়েছে ডলারের দাম
মতিঝিলের জামান মানি চেঞ্জারের এক কর্মকর্তা জানিয়েছেন, ডলার কেনার জন্য অনেক গ্রাহক আমাদের কাছে আসছেন। তবে বিক্রি করার জন্য লোকজন কম আসছে। চাহিদা বাড়লেও যোগান সেভাবে না বাড়ায়, ডলারের দাম বেড়েছে।
খোলা মুদ্রাবাজার বা কার্ব মার্কেটে রোববার (১৭ জুলাই) সকাল থেকে মার্কিন ডলার বিক্রি হচ্ছে ১০০ থেকে ১০০.৫০ টাকায়। মানি চেঞ্জারগুলো ডলার কিনছে ৯৯.৮০ থেকে ৯৯.৯০ টাকায়।
মতিঝিলের জামান মানি চেঞ্জারের এক কর্মকর্তা জানিয়েছেন, ডলার কেনার জন্য অনেক গ্রাহক আমাদের কাছে আসছেন। তবে বিক্রি করার জন্য লোকজন কম আসছে। চাহিদা বাড়লেও যোগান সেভাবে না বাড়ায়, ডলারের দাম বেড়েছে।
উল্লেখ্য, গতকাল শনিবার ৯৯.৬০ থেকে ৯৯.৮০ টাকায় ডলার বিক্রি করেছিল মানি চেঞ্জারগুলো।