মারা গেল চিড়িয়াখানায় থাকা বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ পান্ডা
প্রাকৃতিক পরিবেশের বাইরে চিড়িয়াখানায় বন্দি থাকা বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ পান্ডাটি মারা গেছে।
হংকংয়ের ওশেন পার্ক নামক একটি বিনোদন পার্কের চিড়িয়াখানাতে বৃহস্পতিবার (২১ জুলাই) মারা যায় ওই পান্ডাটি।
অ্যান অ্যান নামের ৩৫ বছর বয়সী ওই পান্ডাটিকে ইউথেনাইজ করা হয়। ইউথেনেসিয়া হচ্ছে অনুমতিসাপেক্ষে কোনো মারাত্মক অসুস্থ বা আহত মানুষ বা প্রাণীকে ব্যথা না দিয়ে চিরঘুম পাড়িয়ে দেওয়া। মৃত্যুকালে ওই পান্ডার বয়স মানুষের ১০৫ বছর বয়সের সমান হয়েছিল।
গত কয়েক সপ্তাহ ধরে 'শারীরিক অবস্থা অবনতি হওয়ায়' এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানিয়েছে ওশেন পার্ক কর্তৃপক্ষ।
১৯৯৯ সালে হংকংকে অ্যান অ্যান ও তার সঙ্গী জিয়া জিয়াকে উপহার দিয়েছিল চীনের কেন্দ্রীয় সরকার। কর্তৃপক্ষ জানিয়েছে পান্ডাটির খাওয়াদাওয়া ক্রমশ কমে যাচ্ছিল। একটা সময় শক্ত খাবার খাওয়া একেবারেই বন্ধ করে দিয়ে কেবল নরম পানি ও ইলেকট্রোলাইট পানীয় পান করতে শুরু করেছিল এটি।
চীনের সিচুয়ান পরিবেশে বন্য পরিবেশে জন্মগ্রহণ করেছিল অ্যান অ্যান। ২০১৬ সালে ৩৮ বছর বয়সে তার সঙ্গী সবচেয়ে বয়স্ক নারী পান্ডা জিয়া জিয়া মারা যায়।
অতীতে ডলফিন দিয়ে খেলা দেখানোর কারণে সমালোচনার শিকার হয়েছিল ওশেন পার্ক। পরে তা বন্ধ করা হয়। তবে এ পার্কে এখনো পর্যটকদের বিনোদনের জন্য বিভিন্ন প্রাণী রাখা হয়েছে। এ তালিকায় রয়েছে ডলফিন থেকে শুরু করে পেঙ্গুইনও।
বর্তমানে ওশেন পার্কের চিড়িয়াখানায় ইং ইং ও লি লি নামক আরও দুইটি পান্ডা রয়েছে।
বন্য পরিবেশে একটি পান্ডা গড়ে ২০ বছরের কম বাঁচে। কিন্তু বন্দি পরিবেশে আরও বেশি সময় বেঁচে থাকে প্রাণীগুলো।
চীনে পান্ডাকে জাতীয় সম্পদ হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে রাজনৈতিক বন্ধুতার নিদর্শন হিসেবে চীন অনেক দেশকে পান্ডা ধার দিয়েছে।
সূত্র: বিবিসি