বিশ্বের বৃহত্তম ইহুদি অভিবাসন সংস্থাকে দেশ ছাড়তে বলেছে রাশিয়া
ইসরায়েলে অভিবাসনের প্রচারণা চালানো বিশ্বের বৃহত্তম ইহুদি অলাভজনক সংস্থার রাশিয়ান শাখা বন্ধের নির্দেশনা চেয়েছে রাশিয়ার বিচার বিষয়ক মন্ত্রণালয়।
মস্কোর বাসমানির একটি আদালতের ওয়েবসাইটে বলা হয়, গত ১৫ জুলাই মন্ত্রণালয় সংস্থাটি বন্ধের আবেদন করে। আগামী ২৮ জুলাই শুনানি অনুষ্ঠিত হবে। তবে মামলার পেছনে কোনো নির্দিষ্ট কার্যকারণ এখনও জানানো হয়নি।
ধারণা করা হচ্ছে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ নিয়ে ইসরায়েলের সমালোচনার পরেই জেরুজালেম-ভিত্তিক বিশ্বের বৃহত্তম ইহুদি অলাভজনক সংস্থাটি বিরুদ্ধে রুশ মন্ত্রণালয় তৎপর হয়ে উঠেছে।
এপ্রিলে ইসরায়েলের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী ও তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ইয়াইর লাপিদ রাশিয়াকে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত করেন।
মস্কো বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে। পাঁচ মাসের যুদ্ধে হাজার হাজার মানুষ নিহত হলেও মস্কোর দাবি বেসামরিক নাগরিকরা তাদের লক্ষ্য নয়।
তবে এ ঘটনার পর আগামী সপ্তাহে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং বেশ কয়েকটি মন্ত্রণালয়ের সদস্যদের নিয়ে গঠিত একটি প্রতিনিধি দল আগামী মাসে রাশিয়া সফর করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী লাপিদ।
তিনি এক বিবৃতিতে বলেন, 'রাশিয়ার ইহুদি সম্প্রদায় ইসরায়েলের সঙ্গে গভীরভাবে যুক্ত। রুশ নেতৃত্বের সঙ্গে সব ধরনের কূটনৈতিক আলোচনায় এর গুরুত্ব উঠে আসে। আমরা কূটনৈতিক মাধ্যমে কাজ চালিয়ে যাব যাতে ইহুদি সংস্থাটির গুরুত্বপূর্ণ কার্যকলাপ বন্ধ না হয়'।
এর আগে আদালতে মামলা দায়ের প্রতিক্রিয়ায় ইসরায়েলে ডায়াসপোরা অভিবাসন বিষয়ক মন্ত্রী নাচম্যান শাই বলেন, 'ইউক্রেন যুদ্ধে রুশ ইহুদিদের জিম্মি করা হবে না। যুদ্ধে ইসরায়েলের অবস্থানের জন্য ইহুদি সংস্থাকে শাস্তি দেওয়ার চেষ্টা করা বেশ আপত্তিকর ও দুঃখজনক'।
জেরুজালেম পোস্ট গত ৫ জুলাই এক প্রতিবেদনে জানায়, ইহুদি অভিবাসন সংস্থাটি অবৈধভাবে রাশিয়ান নাগরিকদের তথ্য সংগ্রহ করছে বলে সন্দেহ রুশ কর্তৃপক্ষের। একইসঙ্গে ইউক্রেন ও সিরিয়া নিয়ে ইসরায়েল ও রাশিয়ার মধ্যকার উত্তেজনার কারণেও বিষয়টি আরও জটিল হয়ে উঠেছে।
- সূত্র: রয়টার্স