‘তরুণেরা অজেয় নয়’ সতর্ক করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান
করোনা ভাইরাসে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে বয়োজ্যেষ্ঠ জনগোষ্ঠীর মাঝে। তবে এই বৈশ্বিক মহামারি থেকে তরুনেরাও সুরক্ষিত নয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ডক্টর টেড্রোস আঢানম ঘেব্রেইসুস সতর্ক করে বলেছেন, কোভিড-১৯ তরুণদের হাসপাতালে ভর্তি হওয়ার মতো অসুস্থ করতে পারে। এতে প্রাণহানির ঘটনাও নেহাত কম নয়।
গত শনিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু'র জেনেভা সদর দপ্তর থেকে সম্প্রচারিত এক অনলাইন সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। হু মহাপরিচালক বলেছেন, এটা সত্য বৃদ্ধদের মৃত্যুঝুঁকি সবচেয়ে বেশি, তবে রক্ষা তরুণেরাও পাচ্ছেন না। খবর সিটিএএমের।
ঘেব্রেইসুস বলেন, আমি তরুণদের প্রতি একটি বার্তা দিতে চাই। তোমরা অজেয় নও। এই ভাইরাস তোমাদের হাসপাতালে নিতে পারে- এমনকি প্রাণ সংশয়ের কারণও হতে পারে।
এই অবস্থায় তরুণদের সামাজিক মেলামেশা কমিয়ে ভাইরাসের বিস্তার রোধের যুদ্ধে সহযোগিতা করার আহ্বান জানান হু প্রধান।
সংক্রমণ ছড়ানোর ক্ষেত্রে ভাইরাস তরুণদের দেহকে আধার হিসেবে ব্যবহার করে অপেক্ষাকৃত দুর্বল মানুষের দেহে ছড়াতে পারে।
এব্যাপারে হু প্রধান তরুণদের উদ্দেশ্যে বলেন, নিজে অসুস্থ না হলেও কোথাও ভ্রমণ করার বিষয়ে তোমরা যেসব পদক্ষেপ নেবে তা অন্য ব্যক্তিদের বেঁচে থাকা এবং মারা যাওয়ার পার্থক্য গড়তে সক্ষম।
হু প্রধান এমন সময় এই হুঁশিয়ারি দিলেন যখন কোভিড-১৯ ভাইরাসে বিশ্বব্যাপী প্রাণহানির সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে। আর আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন প্রায় আড়াই লক্ষাধিক লোক।