রাশিয়ার সঙ্গে পণ্য পরিবহনে রেল সংযোগ স্থাপন করছে ইরান
রাশিয়ার সঙ্গে রেলপথে কার্গো পরিবহন ব্যবস্থা চালু করতে রেলপথ নির্মাণ করছে ইরান। রাশিয়া, আজারবাইজার ও ইরানকে যুক্তকারী রাশত-আসতারা ও রাশত-কাস্পিয়ান পোর্ট রেলপথে কার্গো পরিবহনের পরিকল্পনার কথা জানিয়েছেন ইরানের পরিবহন অবকাঠামো নির্মাণ ও উন্নয়ন সংস্থার পরিচালক আব্বাস খাতিবি।
রাশত-আসতারা রেলপথ নির্মাণে ইরানের সরকারি প্রকল্পের পরিকল্পনা ও ব্যবস্থাপনা প্রতিষ্ঠান পিবিও সহায়তা করবে। এছাড়া ইরান-রাশিয়া তেল বিনিময় থেকেও এই প্রকল্পে অর্থায়ন করা হবে। ইরানের সড়ক ও নগর উন্নয়ন মন্ত্রণালয় বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখছে বলেও জানান খাতিবি।
রাশত-আসতারা ও রাশত-কাস্পিয়ান রেলপথগুলো ইরানের ইন্টারন্যাশনাল নর্থ-সাউথ ট্রান্সপোরটেশন করিডোরের (আইএনএসটিসি) একটি অবিচ্ছেদ্য অংশ। এটি কাস্পিয়ান সামুদ্রিক বাণিজ্যে সরাসরি ইরানের পারস্য উপসাগরীয় বন্দরের মধ্য দিয়ে রেলপথে মধ্যপ্রাচ্য, পূর্ব আফ্রিকা, ভারত ও দক্ষিণ এশিয়ার সরবরাহ চেইন যুক্ত করে।
রুটটি বর্তমানে চালু থাকলেও এই পথে শুধুমাত্র ট্রাক চলাচল করে। রেলের কাজ এখনও সম্পূর্ণ হয়নি। পুরোপুরি চালু হলে আইএনএসটিসি ইউরোপ থেকে এশিয়া পর্যন্ত সুয়েজ খালের রুটের চেয়ে দ্রুততর এবং কম ব্যয়বহুল হবে।
বর্তমানে, রাশত-আসতারা রেলপথের নির্মাণকাজ ৭০ শতাংশ পর্যন্ত সম্পূর্ণ হয়েছে।
রাশিয়া ছাড়াও ইরান সরকার আজারবাইজান, কাজাখস্তান ও তুর্কমেনিস্তানের মতো কাস্পিয়ান সাগরের দেশগুলোতে পণ্য পরিবহনের জন্য পৃথক রেলরুট হিসেবে রাশত-কাস্পিয়ান বন্দর রেলপথ নির্মাণের অনুমোদন দিয়েছে। ২০২৩ সালের মাঝামাঝি সময়ে রেলপথটির নির্মাণ কাজ শেষ হবে।
- সূত্র: রাশিয়া ব্রিফিং