বিদেশিদের জন্য বন্ধ করা হলো দেশের সব স্থলবন্দর
করোনা ভাইাসের প্রাদুর্ভাবের কারণে বাংলাদেশের সব স্থল বন্দর দিয়ে বিদেশি নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করেছে সরকার।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ রোববার এক নির্দেশনা দেয়। সেখানে জানানো হয়, দেশে ভেতরে করোনা ভাইরাসের আরও ছড়িয়ে পড়া রোধের সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রোববার থেকে 'পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত' এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
শনিবার (২১ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ নির্দেশনা সংশ্লিষ্ট বিভাগ ও দপ্তরে পাঠানো হয়েছে।
বাংলাদেশের বেনাপোল, ভোমরা, বাংলাবান্ধা, হিলি, বুড়িমারী, রৌমারি, দর্শনা, নাকুগাঁও, তামাবিল, শেওলা ও আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে যাওয়া আসার সুযোগ রয়েছে। সবগুলো স্থলবন্দরের ক্ষেত্রেই এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে।
করোনা ভাইরাসে বাংলাদেশে এ পর্যন্ত ২৪ জনের আক্রান্ত হওয়ার তথ্য দিয়েছে আইউডিসিআর; মৃত্যু হয়েছে দুইজনের।
তাদের মধ্যে কয়েকজন বিদেশ থেকে এসেছেন এবং বাকিরা তাদের মাধ্যমে সংক্রমিত হয়েছেন।