দেশে নারীর চেয়ে পুরুষের সংখ্যা কম, মোট জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ
বাংলাদেশের মোট জনসংখ্যায় বর্তমানে নারীর চেয়ে পুরুষের সংখ্যা কম। জনশুমারির প্রাথমিক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
দেশের বর্তমান জনসংখ্যা এখন ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬। এর মধ্যে পুরুষের সংখ্যা ৮ কোটি ১৭ লাখ ১২ হাজার ৮২৪ এবং নারীর সংখ্যা ৮ কোটি ৩৩ লাখ ৪৭ হাজার ২০৬। আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আয়োজিত 'জনশুমারি ও গৃহগণনা ২০২২' এর প্রাথমিক প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠানে এ তথ্য তুলে ধরা হয়।
সুতরাং দেশে পুরুষের তুলনায় নারীর সংখ্যা ১৬ লাখ ৩৪ হাজার ৩৭৯ জন বেশি।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম প্রমুখ।
প্রতিবেদন থেকে আরও জানা যায়, দেশে এখন তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর সংখ্যা ১২ হাজার ৬২৯।
বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার ১.২২% এবং প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব ১,১১৯।
রাজধানী ঢাকায় বসবাস ১ কোটি ১২ লাখ ১৯ হাজার ৭০৮ জনের।
প্রতিবেদন অনুসারে, গত ১১ বছরে বাংলাদেশের জনসংখ্যা বেড়েছে ২ কোটি ১১ লাখ।
চলতি বছরের ১৫ জুন সারাদেশে একযোগে শুরু হয় জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীতে তার সরকারি বাসভবন গণভবনে এক অনুষ্ঠানে সপ্তাহব্যাপী জনশুমারি আয়োজনের সূচনা করেন।
২১ জুন জনশুমারি শেষ হওয়ার কথা থাকলেও দেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোতে বন্যার কারণে ২৮ জুন পর্যন্ত চলে শুমারির কার্যক্রম।
বিবিএস ১১ বছরেরও বেশি সময় পর এবার জনশুমারি পরিচালনা করেছে।