খোলা মুদ্রাবাজারে দর কমেছে ডলারের, বিক্রি হচ্ছে ১০৮.৫০ টাকায়
গতকাল মঙ্গলবার (২৬ জুলাই) কার্ব মার্কেটে ডলার রেকর্ড ১১২ টাকায় বিক্রি হয়, গতদিনের চেয়ে দাম আজ ৪ টাকা কমেছে।
বুধবার (২৭ জুলাই) খোলা মুদ্রাবাজারে (কার্ব মার্কেটে) ১০৮ টাকা ৫০ পয়সা দরে বিক্রি হচ্ছে মার্কিন ডলার।
গতকাল মঙ্গলবার কার্ব মার্কেটে ডলার রেকর্ড ১১২ টাকায় বিক্রি হয়, গতদিনের চেয়ে দাম আজ ৪ টাকা কমেছে।
এর আগে সোমবার (২৫ জুলাই) খোলাবাজারে ১০৫-১০৬ টাকা দরে বিকোয় প্রতিডলার। মঙ্গলবার যা একদিনের ব্যবধানে অন্তত ৬ টাকা বাড়তে দেখা যায়।
দেশে চাহিদার বিপরীতে ডলারের সরবরাহ কম থাকায় খোলা মুদ্রাবাজারে মার্কিন ডলারের দাম বাড়ছে, আন্তঃব্যাংক মুদ্রাবাজারেও হচ্ছে দর বৃদ্ধির ঘটনা।