আজ রাতে তাইওয়ানের চারপাশে মহড়া দেবে চীন, পরীক্ষা করবে মিসাইলও
ন্যান্সি পেলোসি'র তাইওয়ান সফরকে 'অতিমাত্রায় বিপজ্জনক' হিসেবে অভিহিত করে চীন মঙ্গলবার (২ আগস্ট) রাত থেকে তাইওয়ানের চারপাশে সামরিক মহড়া করার ঘোষণা দিয়েছে।
এ মহড়ায় থাকবে তাইওয়ান প্রণালীতে দূরপাল্লার আর্টিলারি নিক্ষেপ ও কনভেনশনাল মিসাইল পরীক্ষা।
চীনের পিপল'স লিবারেশন আর্মি'র (পিএলএ) পূর্বাঞ্চলীয় থিয়েটার কমান্ড এ যৌথ মহড়া পরিচালনা করবে। সঙ্গে থাকবে মেরিটাইম ও বিমানবাহিনীর অনুশীলন। এসব অনুশীলন করা হবে দ্বীপটির উত্তর, দক্ষিণ-পশ্চিম, ও দক্ষিণ-পূর্ব অঞ্চলে।
অন্যদিকে কনভেনশনাল মিসাইল টেস্ট করা হবে তাইওয়ানের পূর্বাঞ্চলের সাগরে। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে গ্লোবাল টাইমস।
মঙ্গলবার তাইপেতে ন্যান্সি পেলোসি অবতরণ করার পরপরই এ ঘোষণা দেয় চীন।
গত কয়েকদিন ধরে পিএলএ অনেকগুলো লাইভ-ফায়ার মহড়া পরিচালনা করেছে।
বেইজিং তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করে। প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহার করে এটি দখল করে নেবে বলেও ইঙ্গিত দিয়েছে চীন।
তবে তাইওয়ান কখনো চীনের এ দাবি মেনে নেয়নি। নিজেদের স্বায়ত্তশাসন সমুন্নত রাখার কথা জানিয়েছে এটি।